অস্ট্রেলিয়াতেই থাকছেন নটরাজন-শার্দুল-ওয়াশিংটন

এবার টেস্ট দলের দরজাতেও কড়া নাড়তে শুরু করলেন টি নটরাজন। শার্দুল, ওয়াশিংটনের পাশাপাশি নটরাজনকেও টেস্ট দলের ব্যাকআপ হিসেবে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডের।

অস্ট্রেলিয়াতেই থাকছেন নটরাজন-শার্দুল-ওয়াশিংটন
অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জয়ের পর ভারতের ফোকাসে টেস্ট সিরিজ। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 1:24 PM

TV9 বাংলা ডিজিটাল – সরাসরি টেস্ট দলে সুযোগ না পেলেও অস্ট্রেলিয়াতেই (Australia) থাকছেন ভারতীয় ক্রিকেটের নতুন তারকা টি নটরাজন(T Natrajan)। সঙ্গে থাকছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। টেস্ট দলের ব্যাকআপ হিসেবে তাঁদের রেখে দেওয়া হচ্ছে। এমনই খবর বোর্ড সূত্রে। সীমিত ওভারের সিরিজ খেলে দেশে ফিরে আসার কথা ছিল নটরাজনদের। কিন্তু আপাতত সেটা হচ্ছে না।

আরও পড়ুন – জন্মদিনে কৃষকদের সমর্থনে পোস্ট যুবরাজের

দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন রোহিত। বর্তমানের কোভিড প্রোটোকল মাথায় রাখতে হচ্ছে বিসিসিআইকে। একাধিক ক্রিকেটার চোট পেয়ে গেলে, ভারত থেকে কাউকে উড়িয়ে নিয়ে যাওয় সম্ভব, কিন্তু তারপর যে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব আছে! তাই নটরাজনদের দলের সঙ্গেই রেখে দেওয়ার সিদ্ধান্ত। একই সঙ্গে নেটে বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের ভালও অনুশীলনও করাতে পারবেন নটরাজন-শার্দুলরা ।

এদিকে চোটের তালিকা ক্রমশ চওড়া হচ্ছে অস্ট্রেলিয়া দলে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার প্রস্তুতি শুরু করেছে তারা। কিন্তু ক্যামরন গ্রিনের পর অনুশীলন ম্যাচে আরও এক অজি ক্রিকেটার চোটে পেলেন। আবার ব্যবহার করতে হল কনকাসন সাব। এদিকে ডেভিড ওয়ার্নারের পরিবর্তে মার্কস হ্যারিসকে ওপেনার হিসেবে দলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।