অ্যাথলিটদের জন্য নতুন বিধি টোকিও অলিম্পিকে
২০২১ টোকিও অলিম্পিক করোনা মুক্ত রাখতে একাধিক পদক্ষেপ ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার। বেঁধে দেওয়া হল অ্যাথলিটদের জাপানে থাকার সময়ও।
TV9 বাংলা ডিজিটাল – টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) সময় অ্যাথলিটদের জন্য নতুন বিধি নিয়ে আসছে আইএসি। যে সব অ্যাথলিট অংশ নেবেন, তাঁরা কেউই খুব বেশি দিন আগে পা রাখতে পারবেন না টোকিওতে। ইভেন্ট শেষ হওয়ার পরও থাকতে পারবেন না বেশি দিন। ৫ দিন আগে টোকিওতে যেতে পারবেন অ্যাথলিটরা। করোনার (covid) প্রভাবে এমনই ব্যবস্থা করা হচ্ছে।
করোনার জন্যই এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। কিন্তু তাতেও রোগের প্রভাব কমেনি। বিশ্বের নানা প্রান্তে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। সে কথা মাথায় রেখেই অলিম্পিকের সময় এই নতুন নিয়ম রাখা হচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রসিডেন্ট টমাস বাখ বলেছেন, ‘বিভিন্ন দেশের অলিম্পিক সংস্থাকে এই নিয়মটা মানতে হবে। অ্যাথলিটরা তাদের ইভেন্টের পাঁচ দিন আগে টোকিওতে আসতে পারবে। আর ইভেন্ট শেষ হওয়ার পর খুব বেশি হলে দু’দিন থাকতে পারবে। তার পর টোকিও ছাড়তে হবে। শুধু অ্যাথলিটরাই নয়, কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।’
The @Tokyo2020 Organising Committee presented a number of updates to the International Olympic Committee Executive Board, focused on developments relating to the impact of COVID-19. #IOCEB https://t.co/3dyJ8z1yEj
— IOC MEDIA (@iocmedia) December 7, 2020
এই নতুন নিয়মের ফলে কিছুটা সমস্যায় পড়বে অলিম্পিক আয়োজকরাই। যে সব অ্যাথলিটের ইভেন্ট অলিম্পিকের দ্বিতীয় সপ্তাহে, তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আবার যাঁরা আগে পৌঁছে যাবেন টোকিওতে, তাঁরা আবার সমাপ্তি অনুষ্ঠানে থাকতে পারবেন না।
আরও পড়ুন – একটা কিডনি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক অঞ্জু ববি জর্জের !
১০ হাজার অ্যাথলিট এ বার অংশ নেবেন টোকিও অলিম্পিকে। আইওসি আসলে কোনও ভাবেই চায় না যে, গেমস ভিলেজে করোনা থাবা বসাক। যে কারণে এই নিয়ম।