অনুশীলন ম্যাচে ঋদ্ধির ব্যাটে মান বাঁচাল ভারত

অস্ট্রেলিয়া এ বনাম ভারত এ দলের অনুশীলন ম্যাচ ড্র। ম্যাচের শেষ দিন ঋদ্ধিমানের ব্যাট থেকে এল অর্ধশতরান। বল হাতে আরও একটি উইকেট নিলেন উমেশ।

অনুশীলন ম্যাচে ঋদ্ধির ব্যাটে মান বাঁচাল ভারত
১০০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস ঋদ্ধির। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 5:47 PM

TV9 বাংলা ডিজিটাল – টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন ম্যাচে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হল ভারতীয় দলকে। প্রথম ইনিংসে প্রতিপক্ষ যেমন লিড নিল, তেমনই দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারতীয় এ দলের ব্যাটিং। ৯ উইকেট হারিয়ে ৩০৬ রানে তুলে তাদের প্রথম ইনিংসে দাড়ি টানে অস্ট্রেলিয়া এ।

আরও পড়ুন – কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ক্রিকেট ফিরল পাকিস্তান

দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ওপেনারদের হাত কার্যত ফাঁকাই থাকল। পৃথ্বীর সংগ্রহ ১৯, শুভমান ২৯। পূজারা এদিন মাঠে থাকলেন মাত্র ৮ বল। খাতা খোলার আগেই প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। হনুমা ও রাহানে দুজনেই করলেন ২৮ রান। ভারতীয় ব্যাটিংকে লজ্জার হাত থেকে বাঁচাল ঋদ্ধিমানের (Wriddhiman Saha) ব্যাট। ১০০ বল খেলে অপরাজিত ৫৪ রান করলেন বাংলার পাপালি। ৯ উইকেটে ১৮৯ রানে ইনিংস ছাড়ে ভারত।

প্রতিপক্ষের সামনে ১৫ ওভারে ১৩১ রানের লক্ষ্য। তবে টি-২০ মেজাজে ব্যাট চালায়নি অস্ট্রেলিয়ার এ দল। তাই মীমাংসা ছাড়াই শেষ হল অনুশীলন ম্যাচ। ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি, রাহানে, ঋদ্ধি ও পূজারার ব্যাটিং। একই সঙ্গে উমেশের বোলিং। যদিও অস্ট্রেলিয়ার প্রথম দলের বোলাররা ম্যাচে ছিলেন না কিন্তু যে ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন ছিল সেটা পেয়েছেন রাহানে-ঋদ্ধিরা।

উল্টো দিকে উমেশ ও সিরাজের বোলিং, প্রথম টেস্টের আগে তৃতীয় পেসার নিয়ে চিন্তা কমাতে পারে। বুমরা-সামির সঙ্গে উমেশ প্রথম দলে জায়গা করে নিতে তৈরি। ঋদ্বিও তৈরি উইকেটের পেছনে দাঁড়াতে। ১৭ ডিসেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পিঙ্ক বল টেস্টের আগে ১১ তারিখ থেকে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে বিরাটরা যেমন প্রথম দলের ক্রিকেটারদের খেলাত পারে, তেমনই অস্ট্রেলিয়ার কোচও ইঙ্গিত দিয়েছেন, প্রথম দলের একাধিক ক্রিকেটারকে মাঠে নামাতে পারে তারাও।