Asian Games 2023: এশিয়ান গেমস টিটি-তে দারুণ শুরু ভারতের
Asian Games Table Tennis: মেয়েদের টিটি-তে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। শেষ অবধি সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়। প্রথম ম্যাচটিতে জিয়ান জেংয়ের কাছে ১-৩ ব্যবধানে হার ঐহিকা মুখোপাধ্যায়ের। দ্বিতীয় ম্যাচটি একই ব্যবধানে জেতেন ভারতের অভিজ্ঞ প্যাডলার মনিকা বাত্রা। তৃতীয় ম্যাচে সৃজা আকুলা জেতেন। তবে চতুর্থ ম্যাচে মনিকা হারতেই চাপে পড়ে ভারত। শেষ অবধি ভারতের ত্রাতা হলেন ঐহিকাই।
হানঝাউ: এশিয়ান গেমসের সরকারি উদ্বোধন কাল। টিম ইভেন্টগুলি আগেই শুরু হয়েছে। এ দিন টেবল টেনিসও শুরু হয়ে গেল। টিম ইভেন্টে দারুণ শুরু ভারতের। এ দিন পুরুষদের দুটি ম্যাচ ছিল। মেয়েদের একটি। টেবল টেনিসে তিন ম্যাচেই জয়। এ বারের এশিয়ান গেমসে ভারতের পদক প্রত্যাশা অনেক বেশি। সম্ভাবনাও। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে সব মিলিয়ে ৭০টি পদক জিতেছিল ভারত। এর মধ্যে ১৬টি সোনা। লক্ষ্য এ বার একশো পার। তার ভিতটা যেন ক্রমশ গড়ে উঠছে। টিটি-তে দিনের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় পুরুষ দল দিনের প্রথম ম্যাচে নেমেছিল ইয়েমেনের বিরুদ্ধে। ৩-০ ব্যবধানে জেতে ভারত। অভিজ্ঞ প্যাডলার শরথ কমল, সাথিয়া জ্ঞানেশ্বরন এবং হরমীত দেশাই সহজেই জয় ছিনিয়ে নেন ইয়েমেনের প্রতিপক্ষর বিরুদ্ধে। শুরুটা করেন সাথিয়া। ইয়েমেনের আলি ওমরকে মাত্র ১৪ মিনিটের লড়াইয়ে ১১-৩, ১১-২, ১১-৬ ব্যবধানে হারান সাথিয়া। ৪১ বছরের শরথ কমল ১১-৩, ১১-৪, ১১-৬ ব্যবধানে ইব্রাহিম আব্দুলহাকিমকে হারিয়ে লিড বাড়ান। ক্রমতালিকা অনুযায়ী দেশের সেরা প্লেয়ার হরমীত দেশাই ১১-১, ১১-১, ১১-৭ ব্যবধানে হারান মগদ আহমেদ আলিকে।
মেয়েদের টিটি-তে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ভারত। শেষ অবধি সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়। প্রথম ম্যাচটিতে জিয়ান জেংয়ের কাছে ১-৩ ব্যবধানে হার ঐহিকা মুখোপাধ্যায়ের। দ্বিতীয় ম্যাচটি একই ব্যবধানে জেতেন ভারতের অভিজ্ঞ প্যাডলার মনিকা বাত্রা। তৃতীয় ম্যাচে সৃজা আকুলা জেতেন। তবে চতুর্থ ম্যাচে মনিকা হারতেই চাপে পড়ে ভারত। শেষ অবধি ভারতের ত্রাতা হলেন ঐহিকাই। ‘টাইব্রেকার’ ম্যাচে ঐহিকা ৩-১ ব্যবধান হারান সিঙ্গাপুরের জিংয়ি ঝৌকে।
পুল-এফ-তে একই দিনে ভারতীয় পুরুষ টিটি দলের দ্বিতীয় প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। সাথিয়ার সৌজন্যে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-০ লিড নেয় ভারত। পরের ম্যাচটি খুবই কঠিন হয় হরমীত দেশাইয়ের জন্য। ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় হরমীতের। নজর ছিল তৃতীয় ম্যাচে অভিজ্ঞ শরথ কমলের দিকে। তিনি হারতেই ভারতীয় শিবিরে চাপ বাড়ে। তবে চতুর্থ ম্যাচে সাথিয়ার জয়ে ৩-১ লিড এবং ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। টিটি-তে প্রথম দিন অপরাজিত ভারত। অনেকটা আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।