Asian Games 2023: এশিয়ান গেমসে সাফল্য পেতে পুরনো কোচ যশপাল রানার কাছে ফিরলেন মানু
Manu Bhaker: এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তলে নামবেমন মনু। এর আগে জাকার্তা এশিয়ান গেমসে নামার সুযোগ পেলেও পদক আসেনি। হরিয়ানার শুটার এ বার সাফল্য পেতে মরিয়া। 'এশিয়ান গেমসে প্রত্যাশা একই রকম থাকে। আমার ক্ষমতা অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের বারের মতো এ বারও আমার লক্ষ্য একটাই, সেরাটা দেওয়া।'এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তলে নামলেও ১০ মিটার ইভেন্টও তাঁর লক্ষ্য। দুটো থেকেই সাফল্য পেতে চান মানু।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকের ব্যর্থতা নিয়ে এখনও আলোচনা চলছে। এশিয়ান গেমসে (Asian Games 2023) কি সেই অন্ধকার থেকে আলোয় ফিরতে পারবে ভারতীয় শুটিং? বিশ্বকাপে ঝুড়িঝুড়ি পদক মেলে। কিন্তু এশিয়াড, অলিম্পিক হলেই আর সাফল্য আসে না। অভিনব বিন্দ্রা, গগন নারাংয়ের উত্তরসূরী এখনও পাওয়া যায়নি। এশিয়ান গেমসে তাও কিছুটা পদকের দেখা মেলে। অলিম্পিকে তো শুধুই শূন্যতা। সেই ছবিই হানঝাউ থেকে পাল্টে দেওয়ার দায়িত্ব নিতে চাইছেন মানু ভাকেরের (Manu Bhaker) মতো তারকা শুটার। টোকিও গেমসের ঠিক আগেই যশপাল (Jaspal Rana) রানার সঙ্গে গাঁটছড়া খুলে গিয়েছিল। প্যারিস অলিম্পিককে লক্ষ্য করে আবার পুরনো কোচের কাছে ফিরেছেন মানু। ভারতের কিংবদন্তি পিস্তল শুটারের হাত ধরেই ফিরে পেতে চাইছেন সাফল্য। TV9Bangla Sportsএ বিস্তারিত।
যশপালের কাছে ফিরলেও তাঁকে সব টুর্নামেন্টে নিয়ে যেতে পারেন না মানু। তাতে প্রভাব পড়ে টুর্নামেন্টের সময়। ব্যক্তিগত কোচকে যাতে বিদেশে নানা টুর্নামেন্টে নিয়ে যাওয়া যায়, জাতীয় রাইফেল সংস্থার কাছে ইতিমধ্যেই তদ্বির করেছেন মানু। কিন্তু সেই সমস্যা কি মিটবে? মানুর কথায়, ‘আশা করছি এই সমস্যাটা দ্রুত মিটবে। বিদেশে বড় টুর্নামেন্টগুলোতে যাতে কোচকে পাশে পাই, সেটা জানিয়েছি। প্রেসিডেন্ট কালিকেশ লিংদেও এর আগেও নানা সমস্যায় পাশে থেকেছেন। এ বারও তাঁকে পাব নিশ্চয়ই। রানাস্যার ছেলেবেলা থেকে আমার কোচ। আমাকে কী ভাবে পজিটিভ রাখতে হয়, খুব ভালো করে জানেন। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সেটা বলে দেন। সেই মতো পারফর্মও করি।’
এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তলে নামবেন মনু। এর আগে জাকার্তা এশিয়ান গেমসে নামার সুযোগ পেলেও পদক আসেনি। হরিয়ানার শুটার এ বার সাফল্য পেতে মরিয়া। ‘এশিয়ান গেমসে প্রত্যাশা একই রকম থাকে। আমার ক্ষমতা অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের বারের মতো এ বারও আমার লক্ষ্য একটাই, সেরাটা দেওয়া।’এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তলে নামলেও ১০ মিটার ইভেন্টও তাঁর লক্ষ্য। দুটো থেকেই সাফল্য পেতে চান মানু।





