Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: পদকের খিদে এখনও তাতাচ্ছে, এশিয়ান গেমসের চার সুপার মমের গল্প শুনেছেন?

Indian Super Moms at Asian Games: আন্তর্জাতিক আঙিনায় সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে এমন অনেকেই আছেন, যাঁদের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে 'সুপার মম' ট্যাগ। ভারতেও এমন উদাহরণ কম নেই। সানিয়া মির্জা ছেলেকে গ্যালারিতে বসিয়ে দিনের পর দিন নেমেছেন কোর্টে। চিনের হানঝাউয়ে ১০০ পদকের লক্ষ্য ভারতের। টোকিও গেমসে ভারত দারুণ পারফর্ম করেছিল। এশিয়াডে তাই স্বপ্ন উজ্জ্বল হচ্ছে। আর এই স্বপ্নপূরণের কেন্দ্রে থাকবেন চার সুপার মম। কারা তাঁরা?

Asian Games 2023: পদকের খিদে এখনও তাতাচ্ছে, এশিয়ান গেমসের চার সুপার মমের গল্প শুনেছেন?
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 8:00 AM

কলকাতা: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। বহুমুখী প্রতিভার অধিকারী যে মেয়েরা, তাঁদের নিয়ে বলা হয় এমন কথা। কিন্তু ইদানীং এই প্রবাদও ক্লিশে করে দিচ্ছেন কেউ কেউ। যিনি মা, তিনি মাঠেও নামেন। আন্তর্জাতিক আঙিনায় সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে এমন অনেকেই আছেন, যাঁদের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে ‘সুপার মম’ ট্যাগ। ভারতেও এমন উদাহরণ কম নেই। সানিয়া মির্জা ছেলেকে গ্যালারিতে বসিয়ে দিনের পর দিন নেমেছেন কোর্টে। তেমনই কিছু মায়ের খোঁজ পাওয়া যাবে এ বার। যাঁরা এশিয়ান গেমসে (Asian Games 2023) মুখ উজ্জ্বল করতে চলেছেন ভারতের। তাঁরা কারা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাড়ে ছ’শোরও বেশি অ্যাথলিট যাচ্ছেন এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য। চিনের হানঝাউয়ে ১০০ পদকের লক্ষ্য ভারতের। গত বার এসেছিল ৭০টা পদক। তারপর বদলে গিয়েছে অনেক কিছু। টোকিও গেমসে ভারত দারুণ পারফর্ম করেছিল। এশিয়াডে তাই স্বপ্ন উজ্জ্বল হচ্ছে। আর এই স্বপ্নপূরণের কেন্দ্রে থাকবেন চার সুপার মম। কারা তাঁরা?

দীপিকা পাল্লিকাল (স্কোয়াশ)

গত এক যুগ ধরে দারুণ সফল দীপিকা। স্কোয়াশের মুখও বলা যেতে পারে। ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছেন। জ্যোৎস্না চিনাপ্পাকে সঙ্গী করে স্কোয়াশ ডাবলসে সোনা জিতেছিলেন ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে। বিশ্ব মিটেও এনেছেন অনেক পদক। যখনই সুযোগ পেয়েছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন। ২০২১ সালে ক্রিকেটার দীনেশ কার্তিকের স্ত্রী জন্ম দিয়েছিলেন যমজ সন্তান কবীর ও জিয়ানের। কয়েক মাসের মধ্যেই আবার কোর্টে ফিরেছিলেন তিনি। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মিক্সড ডাবলসে ব্রোঞ্জও পেয়েছিলেন। এশিয়ান গেমসেও পদকের স্বপ্ন দেখাবেন দীপিকা।

কোনেরু হাম্পি (দাবা)

বিশ্ব দাবায় এখন দাপিয়ে বেড়াচ্ছে ভারত। বিশ্বকাপ থেকে শুরু করে সব ঐতিহ্যশালী টুর্নামেন্টেই সফল ভারতীয়রা। বিশ্বনাথন আনন্দের পরবর্তী প্রজন্ম দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনই বিশ্বাস। এশিয়ান গেমসের দাবায় ভারতকে পদক জেতানোর স্বপ্ন দেখাবেন গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। মাত্র ১৫ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। দ্বিতীয় মেয়ে হিসেবে ২৬০০ ইএলও রেটিংও ছুঁয়ে ফেলেছিলেন। ২০১৭ সালে মা হয়েছেন হাম্পি। মাতৃত্বকালীন ছুটিও নিয়েছিলেন চৌষট্টি খোপ থেকে। দু’বছর পর অর্থাৎ ২০১৯ সালে আবার খেলায় ফেরেন হাম্পি। মেয়েদের বিশ্ব ব়্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিয়েছিলেন, দাবা থেকে দূরে থাকলেও প্র্যাক্টিস করে গিয়েছেন। ৩৬ বছরের দাবাড়ু সিঙ্গলস ও টিম ইভেন্টে অংশ নেবেন এশিয়ান গেমসে।

হরিকা দ্রোণাভালি (দাবা)

বিশ্ব মিটে তিনবার পদক জিতেছেন। ৩২ বছরের দাবাড়ু বিশ্ব দাবায় অনেকেরই অনুপ্রেরণা। ন’মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন দাবা অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন। তীব্র চাপ সামলেও পেয়েছিলেন সাফল্য। হরিকা যেন নতুন এক দিক খুলে দিয়েছিলেন সে সময়। যা নিয়ে আজও আলোচনা চলে। দাবা অলিম্পিয়াডের পরই মেয়ে হানভিকার জন্ম হয়। সারা দেশ থেকে পেয়েছিলেন শুভেচ্ছা। এশিয়ান গেমসে এর আগে পেয়েছেন পদক। এ বার সোনার পদক গলায় তুলতে চান।

মনপ্রীত কৌর (শটপাট)

মেয়েদের শটপাটে জাতীয় রেকর্ড তাঁর দখলে। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসেও নেমেছিলেন পাটিয়ালার মেয়ে। বিয়ে ও মেয়ের জন্মের জন্য তিন বছর ট্র্যাক থেকে দূরে ছিলেন। আবার ফিরেছিলেন স্বমহিমায়। ২০১৬ সালে সার্কিটে ফিরে রিও অলিম্পিকের টিকিট পেতে অসুবিধা হয়নি মনপ্রীতের। আসলে সাফল্যের খিদে বরাবর তাঁকে রেখেছে প্রথম সারিতে। ২০১৭ সালে ডোপিয়ের দায়ে চার বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। তাতেও গল্প শেষ হয়নি মনপ্রীতের। গত বছর ১৮.০৯ মিটার শটপাট ছুড়ে হইচই ফেলে দিয়েছিলেন। ভারতের প্রথম কোনও মেয়ে ১৮ মিটার দূরত্ব পার করেছেন। এই মনপ্রীত যে হানঝাউয়ে পদক পাবেন, আশায় রয়েছে দেশ।

'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'বাবা কি কার‌ও একার হয়', শ্রীরাম নিয়ে কল্যাণের বড় কথা
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
'দরকার পড়লে আসল অস্ত্র তুলব', রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ওয়াকফ সম্পত্তি কী, বোঝালেন রুদ্রনীল
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
ঘাতক ট্রাম্পই, শুল্ক 'যুদ্ধে'র কারণে শুক্রবারই রক্তাক্ত ভারতের বাজার!
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
'কীসে মঙ্গল হয় সেটা মুখ্যমন্ত্রী জানেন', চাকরিহারাদের কী আশ্বাস দিলেন
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
কীভাবে এগোলে হারানো চাকরি ফেরত পাবে, জানালেন শুভেন্দু
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
'হাই হ্যালো ছোড়ো, জয়শ্রী রাম বোলো', শুভেন্দুর নতুন শ্লোগান
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!