ISSF World Championships : শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে টিম ইভেন্টে সোনা জয় মানু-এষাদের
চিনা তাইপে টিমকে খুব কম পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক এসেছে মানুষ-এষাদের ঝুলিতে।
বাকু : আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের (ISSF World Championships) ২৫ মিটার পিস্তল ইভেন্টে ভারতের ঘরে এল সোনার পদক। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্ট ছিল রবিবার। ভারতীয় দলে ছিলেন মানু ভাকের, রিদম সাংওয়ান এবং এষা সিং। তাঁদের তিনজনের মোট স্কোর ১৭৪৪। চিনা তাইপে টিমকে খুব কম পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক এসেছে মানুষ-এষাদের ঝুলিতে। শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের অনবদ্য পারফরম্যান্স। গতকালই এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনা জেতে ভারতের মেয়েদের টিম। ওই দলে রয়েছেন মেহুলি ঘোষ, রমিতা এবং তিলোত্তমা সেন। এছাড়া ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। বাংলার শুটার ২০২৪ প্যারিস অলিম্পিকের কোটা আদায় করে নিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
চিনা তাইপে টিমের তিন সদস্য হলেন তিয়েন চিয়া চেন, তু ই জু এবং উ চিয়া ইং। ২৫ মিটার পিস্তল বিভাগের ফাইনালে তাঁদের সম্মিলিত স্কোর ছিল ১৭৪৩। মানুদের মোট স্কোর সেখানে ১৭৪৪। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে চিনা তাইপে টিমকে পিছনে ঠেলে সোনার পদক জিতে নিয়েছেন ভারতের প্রমিলা বাহিনী। ইভেন্টের তৃতীয়স্থানে শেষ করে ব্রোঞ্জ পেয়েছে চিন। মানু ভাকের,রিদম, এষা সিংদের এই জয়ে চলতি আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মেডেলের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে প্রথম সোনা জেতেন এষা সিং এবং শিবা নারওয়াল। এরপর মেহুলি, তিলোত্তমাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয়। তাঁদের স্কোর ছিল ১৮৯৫.৯।
The women’s 25m Pistol 🔫 trio of (L-R) @singhesha10 @realmanubhaker & @SangwanRhythm brought India their 3rd 🥇 of the @issf_official world championship in #Baku winning the team competition. Congratulations!#IndianShooting #ShootingWorldChampionship #ISSFWorldChampionship pic.twitter.com/jm2SQtT3lA
— NRAI (@OfficialNRAI) August 20, 2023
দেশের চতুর্থ শুটার হিসেবে প্যারিস অলিম্পিকের কোটা পেয়েছেন মেহুলি। মেহুলির অলিম্পিক কোটা ছাড়া চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ব্রোঞ্জ জিতেছে। এখনও পর্যন্ত ভারতের পদকের সংখ্যা পাঁচ।