LeBron James: অনুশীলনে হৃদরোগে আক্রান্ত, হাসপাতালের ভর্তি বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের ছেলে

Cardiac Arrest: অনুশীলনের সময় লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমসের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। লেব্রনের ভক্তরা যা শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমস।

LeBron James: অনুশীলনে হৃদরোগে আক্রান্ত, হাসপাতালের ভর্তি বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের ছেলে
LeBron James: অনুশীলনের সময় কার্ডিয়াক অ্যারেস্ট, হাসপাতালের ভর্তি বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের ছেলে Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 4:12 PM

নয়াদিল্লি: এনবিএ (NBA) সুপারস্টার লেব্রন জেমসকে (LeBron James) কে না চেনেন। কিংবদন্তি বাস্কেটবলার মাইকেল জর্ডনের পর বাস্কেটবল দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা লেব্রন জেমস। মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক বাস্কেটবল (Basketball) খেলা দেশগুলোতে লেব্রন জেমসের জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর ছেলে ব্রনি জেমসও বাস্কেটবলার। অনুশীলনের সময় লেব্রন জেমসের ছেলে ব্রনির কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। লেব্রনের ভক্তরা যা শুনে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি লেব্রন জেমসের ছেলে ব্রনি জেমস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জেমস পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ব্রনি জেমসের শারীরিক অবস্থা স্থিতিশীল। সংবাদ সংস্থা এএফপিকে জেমস পরিবারের মুখপাত্র জানিয়েছেন, ১৮ বছরের ব্রনি জেমস সোমবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। লস অ্যাঞ্জেলসে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির টিমমেটের সঙ্গে অনুশীলনের সময় ব্রনি জেমসের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সঙ্গে সঙ্গে মেডিকেল স্টাফ বনিকে হাসপাতালে নিয়ে যায়। এখন তিনি আর আইসিইউতে নেই। একইসঙ্গে তিনি জানান, এই পরিস্থিতিতে তাঁরা জেমস পরিবারের গোপনীয়তা বজার রাখার আবেদন করছেন। এবং ব্রনির সম্পর্কে কোনও রকম খবর পেলে তা জানানো হবে বলেছেন জেমস পরিবারের মুখপাত্র। পাশাপাশি জেমস পরিবারের পক্ষ থেকে ইউএসসি মেডিকেল এবং অ্যাথলেটিক স্টাফদের ধন্যবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ব্রনি জেমস জানিয়েছিলেন তিনি কলেজ বাস্কেটবল খেলবেন। ট্রোজানের হয়ে তাঁর খেলার কথা।

এর আগে এনএফএল প্লেয়ার দামার হ্যামলিন জানুয়ারিতে বাফেলো বিলসের হয়ে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া বছর খানেক আগে আর এক ইউএসসি বাস্কেটবলার ভিনসেন্ট ইউচুকউ অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হেছিলেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে প্রতি দশজনের মধ্যে মাত্র ১ জন হাসপাতালের বাইরে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বেঁচে থাকে। এমনটা হয়, যখন হঠাৎ করে হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়।