Bengal Badminton: প্রতিবন্ধকতা নয়, পদকে নজর; যুব চ্যাম্পিয়নশিপ জিতে সৌম্যদীপের ঘরে ফেরা..
Youth Badminton Championship: কিছুদিন আগেই ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে বধিরদের যুব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্যারা ডি মিনাসে এই টুর্নামেন্টে সব মিলিয়ে ৯টি পদক জিতেছে ভারত।
প্রত্যেকের জীবনেই কোনও না কোনও প্রতিবন্ধকতা থাকে। কেউ সেটা নিয়ে ভেবে হতাশায় ভোগেন, অনেকে সেটাকে চ্যালেঞ্জ মনে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাংলার সৌম্যদীপ তেমনই একজন। শহরে ফিরেছেন বাংলার এই কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়। মনে হতেই পারে, শহরে ফিরেছেন মানে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কিছুদিন আগেই ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে বধিরদের যুব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্যারা ডি মিনাসে এই টুর্নামেন্টে সব মিলিয়ে ৯টি পদক জিতেছে ভারত। মেয়েদের সিঙ্গলসে আদিত্যা, মিক্সড ডাবলসে পীযুষ ও শ্রেয়া, পুরুষদের ডাবলসে সৌম্যদীপ ও পীযুষ এবং মেয়েদের ডাবলসে জার্লিন ও আদিত্যার রুপোর পদক।
বাংলার সৌম্যদীপ পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছেন। একই রংয়ের পদক মেয়েদের সিঙ্গলসে জার্লিন, শ্রেয়ার। মিক্সড ডাবলসে সৌম্যদীপ ও গৌরাংশী, মেয়েদের ডাবলসে গৌরাংশী-শ্রেয়ার ব্রোঞ্জ। টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স সৌম্যদীপ এবং শ্রেয়ার। দু-জনের ঝুলিতেই তিনটি করে পদক। টুর্নামেন্টে শেষে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) তাদের সোশ্যাল মিডিয়া পেজে ছবি সহ রেজাল্ট দিয়েছিল।
ব্রাজিলের এই টুর্নামেন্টের পর আরও একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন ভারতের শাটলাররা। বধিরদের সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেন আদিত্যা ও জার্লিন। জোড়া পদক। আদিত্যা ও জার্লিন মেয়েদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে রুপো আদিত্যার। তবে যুব টুর্নামেন্ট খেলে মঙ্গলবারই কলকাতায় ফিরেছেন সৌম্যদীপ। কোনও প্রতিবন্ধকতা নয়, বরং পরবর্তী টুর্নামেন্টের জন্য আরও মনযোগ দিয়ে প্রস্তুতি নেওয়াই লক্ষ্য।