Badminton: ভারতীয় ব্যাডমিন্টনে ফের উজ্জ্বল ‘সা-চি’! কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে সাত্বিক-চিরাগ
Satwiksairaj Rankireddy-Chirag Shetty: দিন দুয়েক আগেই কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। সেই সুবাদে ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় উন্নতি হয়েছে তাঁদের।
নয়াদিল্লি: এখনও অবধি ২০২৩ সালটা দারুণ কেটেছে ভারতীয় তারকা শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেটির (Chirag Shetty)। একের পর এক টুর্নামেন্টে তাঁরা নামছেন, আর ভারতের নাম উজ্জ্বল করছেন। বিশ্ব মঞ্চে ‘সা-চি’ জুটি প্রতিপত্তি বিস্তার করছে। সদ্য কোরিয়া ওপেন জিতেছেন সাত্বিক-চিরাগ। তার ফলে ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকাতে উন্নতি হয়েছে তাঁদের। কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন সাত্বিক-চিরাগরা। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (Badminton World Federation) তালিকায় কত নম্বরে রয়েছেন সাত্বিকরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিন দুয়েক আগেই কোরিয়া ওপেনে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার আলফিয়ান-আর্দিয়ান্তো জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এই জয়ের পর ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন সাত্বিক-চিরাগ। এক আগে ইন্দোনেশিয়া ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং তৃতীয় স্থানে উঠে এসেছিল।
Scaling new peaks! ??
Proud of you boys ?
?: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #BWFWorldRankings#IndiaontheRise#Badminton pic.twitter.com/u49okv2TcH
— BAI Media (@BAI_Media) July 25, 2023
দুরন্ত ছন্দে থাকা চিরাগরা চলতি বছরে সুইস ওপেন (সুপার ৩০০), ইন্দোনেশিয়া ওপেন (সুপার ১০০০), কোরিয়া ওপেন (সুপার ৫০০) এর পাশাপাশি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার ফলে এ বার কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে সা-চি জুটি। BWF ওয়ার্ল্ড টুরে এখনও অবধি ১০ ম্যাচে অপরাজিত সাত্বিক-চিরাগ জুটি। এই জুটির একের পর এক সাফল্যের ফলে ব়্যাঙ্কিং পয়েন্ট হয়েছে ৮৭,২১১।
মহিলাদের সিঙ্গলসের ব়্যাঙ্কিংয়ে দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু ১৭ নম্বরেই রয়েছেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া সাইনা নেহওয়াল ব়্যাঙ্কিংয়ে একধাপ নেমে গিয়ে ৩৭ নম্বরে রয়েছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের ব়্যাঙ্কিংয়ে ভারতীয় শাটলার এইচএস প্রণয় ১০ নম্বর স্থান ধরে রেখেছেন। এই তালিকায় শীর্ষে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এ বছর কানাডা ওপেন জিতেছেন। তিনি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে গিয়ে ১৩ নম্বরে নেমেছেন। অপর এক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত ২০ নম্বর স্থান ধরে রেখেছেন।