Japan Open 2023: জাপান ওপেনের ঢাকে কাঠি, ইতিহাস গড়তে পারবেন কি সাত্বিক-চিরাগরা?
Badminton: ৪৬ বছর আগে শুরু হয়েছিল জাপান ওপেন টুর্নামেন্ট। ২০০৭ সালে এই টুর্নামেন্টটি BWF সুপার সিরিজের অন্তর্ভূক্ত হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে এই টুর্নামেন্ট BWF ওয়ার্ল্ড টুর সুপার ৭৫০ ইভেন্টের মধ্যে পড়ে।
টোকিও: কোরিয়া ওপেনের পর্ব শেষ। এ বার নজরে জাপান ওপেন (Japan Open 2023)। সদ্য কোরিয়া ওপেন জিতেছেন ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। এই সা-চি জুটিকে এ বার দেখা যাবে জাপান ওপেনে। ১৯৭৭ সাল থেকে জাপান ওপেন টুর্নামেন্ট চলছে। কিন্তু এই টুর্নামেন্টে ভারতের ঝুলি শূন্য। এখনও অবধি জাপান ওপেনে কোনও ভারতীয় ব্যাডমিন্টন তারকা চ্যাম্পিয়ন হননি। এ বার সেই আশার আলোই দেখাচ্ছেন সাত্বিক-চিরাগরা। কারণ এই শাটলার জুটি স্বপ্নের ফর্মে রয়েছেন। একইসঙ্গে জাপান ওপেনে বিশেষ নজরে থাকবেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়রা। কোন কোন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারকে এই টুর্নামেন্টে দেখা যাবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জাপান ওপেনে কি এ বার ভারতের শিকে ছিঁড়বে?
বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন সাত্বিক-চিরাগ। এই ভারতীয় শাটলার জুটি চলতি বছরে মোট চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। প্রত্যেকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন সাত্বিক-চিরাগরা। চলতি বছরে সুইস ওপেন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ, ইন্দোনেশিয়া ওপেন ও কোরিয়া ওপেন জিতে সাত্বিক-চিরাগরা ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। ভারতীয় ব্যাডমিন্টন মহল মনে করছে এ বার জাপান ওপেনেও তেরঙ্গা ওড়াবেন সাত্বিক-চিরাগ। এ ছাড়া এ বারের জাপান ওপেনে বিশেষ নজরে থাকবেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়রা। লক্ষ্যও ভালো ছন্দে রয়েছেন। এ বার দেখা কোন ভারতীয় শাটলার প্রথম জাপান ওপেন খেতাব পান।
কবে, কোথায় হবে জাপান ওপেন ২০২৩?
২৫ জুলাই থেকে ৩০ জুলাই অবধি হবে এ বারের জাপান ওপেন। এটি ৫টি সুপার ৭৫০ টুর্নামেন্টের মধ্যে একটি। টোকিওতে হবে এ বারের জাপান ওপেন।
ভারতের কোন কোন ব্যাডমিন্টন প্লেয়ারকে খেলতে দেখা যাবে জাপান ওপেনে?
- পুরুষদের সিঙ্গলস – লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, প্রিয়াংশু রাজাওয়াত, মিঠুন মঞ্জুনাথ, কিরণ জর্জ।
- মহিলাদের সিঙ্গলস – পিভি সিন্ধু, আকর্ষী কাশ্যপ ও মালবিকা বাঁসোদ।
- পুরুষদের ডাবলস – এমআর অর্জুন-ধ্রুব কপিলা এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি।
- মহিলাদের ডাবলস – তৃষা জলি-গায়েত্রী গোপীচাঁদ
- মিক্সড ডাবলস – রোহন কাপুর-সিকি রেড্ডি