Uber Cup 2022: থাইল্যান্ডের কাছে হেরে উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের
উবের কাপের কোয়ার্টার ফাইনালে থাই শাটলারদের কাছে উড়ে গেলেন সিন্ধুরা।
ব্যাংকক: উবের কাপের (Uber Cup 2022) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের (Thailand) কাছে হেরে গেল ভারতীয় মহিলা দল। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধুরা (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু হার দিয়ে শুরু করার পর, থাইল্যান্ডের বিরুদ্ধে শেষ অবধি ০-৩ ব্যবধানে হেরে উবের কাপ যাত্রা শেষ হল ভারতের (India)। গ্রুপ পর্বের শুরুর দুটো ম্যাচে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে দারুণভাবে জিতলেও, শেষ ম্যাচে কোরিয়ার কাছে ৫-০ ব্যবধানে হেরেছিলেন সিন্ধুরা। এরপর আজ, বৃহস্পতিবার উবের কাপের কোয়ার্টার ফাইনালে থাই শাটলারদের কাছে উড়ে গেলেন সিন্ধুরা।
?? 3-0 ??
After a good showing in the group stages, Indian women team's journey at the Thomas and Uber Cup comes to an end against Thailand in the quarter-finals. ?
?: @badmintonphoto#TUC2022 | #ThomasUberCups | #Bangkok2022 | @BAI_Media | @bwfmedia pic.twitter.com/s9dRvKlGOv
— Olympic Khel (@OlympicKhel) May 12, 2022
বিশ্ব ব়্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে সিঙ্গলসের প্রথম ম্যাচে থাইল্যান্ডের রাতচানক ইন্টাননের কাছে প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে জেতেন। তবে এর পরের দুটো গেমে দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধুকে ২১-১৭, ২১-১২ ব্যবধানে হারান ইন্টানন। ৫৯ মিনিটের লড়াইয়ে থাই শাটলারের কাছে হার স্বীকার করেন সিন্ধু।
India ?? and home favourites Thailand ?? eye an Uber Cup semifinals berth.#ThomasUberCups #Bangkok2022 pic.twitter.com/nM5uE7Zeqr
— BWF (@bwfmedia) May 12, 2022
এরপর মেয়েদের ডাবলসে শ্রুতি মিশ্র ও সিমরন সিংঘির জুটি থাই জুটি জংকোলফান কিটিঠারাকুল ও রাউইন্ডা প্রাজংজাইয়ে কাছে ১৬-২১, ১৩-২১ ব্যবধানে হারেন। ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে, মেয়েদের সিঙ্গলসে আকর্ষি কাশ্যপ হেরে যেতেই শেষ হয়ে যায় ভারতের উবের কাপ যাত্রা। আকর্ষি ৪২ মিনিটের লড়াইয়ে ১৬-২১, ১১-২১ ব্যবধানে হারেন পর্নপাউয়ি চোচুওংয়ের কাছে। থাইল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ফলে টাইয়ের বাকি দুটি ম্যাচ আর খেলা হয়নি।
উবের কাপে পরপর দু’দিন ছন্দে দেখা গেল না পিভি সিন্ধুকে। এর আগে গ্রুপ ডি-র শেষ ম্যাচের প্রথম সিঙ্গলসে আন সে ইয়ংয়ের কাছে ১৫-২১, ১৪-২১ ব্যবধানে হারেন সিন্ধু। ২০ বছরের আন সে ইয়ংয়ের বিরুদ্ধে সিন্ধু সেই অর্থে প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। আর আজ ইন্টাননের বিরুদ্ধে শুরুটা ভালো করেই আর ফর্ম ধরে রাখতে পারেননি সিন্ধু।