Neeraj Chopra Roger Federer : অ্যাকশনে নীরজ, দর্শকাসনে ফেডেরার; হাততালি দিয়ে উৎসাহ দিলেন

জুরিখের লেটজিগ্রুন্ড স্টেডিয়ামে চলছে ডায়মন্ড লিগ। ২৫ হাজার দর্শকদের উপস্থিতিতে নীরজ চোপড়া, জ্যাকুব ভাদলেচ, নোয়া লাইলস, জিয়ানমার্কো তাম্বেরির মতো বিশ্ব সেরা অ্যাথলিটরা পারফর্ম করলেন।

Neeraj Chopra Roger Federer : অ্যাকশনে নীরজ, দর্শকাসনে ফেডেরার; হাততালি দিয়ে উৎসাহ দিলেন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 1:49 PM

জুরিখ : রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে নীরজ চোপড়ার কী সম্পর্ক? দু’জনই ক্রীড়া জগতের মানুষ। নিজ নিজ খেলায় সাফল্যের চূড়োয় পৌঁছেছেন। ব্যস এটুকুই। ডায়মন্ড লিগের জুরিখ পর্ব শুরু হয়েছে। ৩১ অগস্ট জুরিখে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নেমেছিলেন নীরজ চোপড়া। গতবছর প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি ওঠে নীরজের (Neeraj Chopra) হাতে। দোহা ও লসেন ডায়মন্ড লিগের পর্বে প্রথম স্থানে শেষ করেছিলেন নীরজ। ডায়মন্ড লিগের জুরিখে পর্বে (Zurich Diamond League) অবশ্য দ্বিতীয় স্থানে শেষ করলেন। সুইৎজারল্যান্ডের রাজধানীতে নীরজ যখন বর্শা হাতে অ্যাকশনে, তখন দর্শকাসনে দেখা গেল রজার ফেডেরারকে। টেনিস বিশ্বের এই কিংবদন্তি তাঁর পরিবার নিয়ে এসেছিলেন অ্যাথলিটদের উৎসাহ দিতে। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক স্ত্রী মিরকা, বাবা-মা এবং মেয়েদের পাশে বসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সেরাদের পারফরম্যান্স দেখলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

জুরিখের লেটজিগ্রুন্ড স্টেডিয়ামে চলছে ডায়মন্ড লিগ। ২৫ হাজার দর্শকদের উপস্থিতিতে নীরজ চোপড়া, জ্যাকুব ভাদলেচ, নোয়া লাইলস, জিয়ানমার্কো তাম্বেরির মতো বিশ্ব সেরা অ্যাথলিটরা পারফর্ম করলেন। উৎসাহী দর্শকদের মাঝে ছিলেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। টেনিস কিংবদন্তির উপস্থিতি বা জুরিখের দর্শকদের উল্লাসেও নীরজ এদিন সেরাটা উজাড় করে দিতে পারেননি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সদ্য সোনাজয়ী ভারতের জ্যাভলিন তারকা ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। ষষ্ঠ বা ফাইনাল থ্রোয়ে ৮৫.৭১ মিটারে শেষ করেন। ৮৫.৮৬ মিটার বর্শা ছুড়ে প্রথম স্থানে জ্যাকুব ভাদলেচ। যিনি বিশ্ব অ্যাথলেটিক্সে তৃতীয় স্থানে শেষ করেছিলেন।

ডায়মন্ড লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেন নীরজ। এ বারও ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনাল। দোহা, লসেন পর্বে জিতেছিলেন নীরজ। জুরিখে দ্বিতীয় স্থানে শেষ করলেন।