ঘরের মাঠে হারের রেকর্ড লিভারপুলের

অভিশপ্ত অ্যানফিল্ড (Anfield)। ঘরের মাঠে টানা ৬ ম্যাচ হারল লিভারপুল (Liverpool FC)। লিগ টেবিলের ১৮ নম্বরে থাকা ফুলহামের (Fulham) কাছেও হেরে গেল ক্লপের দল।

ঘরের মাঠে হারের রেকর্ড লিভারপুলের
ফুলহামের হয়ে গোল লেমিনার। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 08, 2021 | 12:56 PM

অ্যানফিল্ড: অভিশপ্ত অ্যানফিল্ড (Anfield)। ঘরের মাঠে টানা ৬ ম্যাচ হারল লিভারপুল (Liverpool FC)। লিগ টেবিলের ১৮ নম্বরে থাকা ফুলহামের (Fulham) কাছেও হেরে গেল ক্লপের দল। খেলার প্রথমার্ধের শেষ লগ্নে ফুলহামের হয়ে জয়সূচক গোল করেন মারিও লেমিনা। ফুলহামের কাছে হারের পর লিগ টেবিলের ৮ নম্বরে নেমে গেল ক্লপের দল।

আরও পড়ুন: মেসির ক্লাবে প্রেসিডেন্ট পদে লাপোর্তা

খারাপ সময় যেন কাটছেই না সালাহদের। যে অ্যানফিল্ডে এক সময় একের পর এক ম্যাচ অপরাজিত থাকত, সেই অ্যানফিল্ডে খেলতে নামলেই এখন হেরে যাচ্ছে লিভারপুল। ফুলহামের বিরুদ্ধে একাধিত সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি জুর্গেন ক্লপের ছেলেরা। ম্যাচের ৪৫ মিনিটে ফুলহামের হয়ে একমাত্র গোলটি করেন লেমিনা। গত বৃহস্পতিবারই ঘরের মাঠে চেলসির কাছে হেরেছিল লিভারপুল। বার্নলে, ব্রাইটন, ম্যাঞ্চেস্টার সিটি, এভার্টন, চেলসি এবং ফুলহাম। ৬ প্রতিপক্ষের বিরুদ্ধেই ঘরের মাঠে হারল ক্লপের দল।

১৯৫৩ সালে অ্যানফিল্ডে টানা ৬ ম্যাচ হেরেছিল লিভারপুল। ৬৮ বছর বাদে সেই হারের রেকর্ড স্পর্শ করল রেডসরা। ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার ৮ নম্বরে নেমে গেল লিভারপুল।