বিজয় হাজারেতে নয়া রেকর্ড পৃথ্বী-দেবদত্তের
এই দু'জন এখন বিজয় হাজারের (Vijay Hazare Trophy) একটা মরসুমে সবচেয়ে বেশি রানও করে ফেললেন। ২০১৭-১৮ সালে বিজয় হাজারে-তে ৭২৩ রান করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে টপকে গিয়ে ৭৩৭ করলেন দেবদত্ত (Devdutt Padikkal)। ওই তালিকায় সবচেয়ে উপরে পৃথ্বী (Prithvi Shaw), ৭৫৪ রান।
নয়াদিল্লি: অবিশ্বাস্য ফর্মে থাকা দুই ব্যাটসম্যানের যেন প্রতিযোগিত চলছে! পৃথ্বী শ (Prithvi Shaw) আর দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছেন। বৃহস্পতিবার মুখোমুখি ম্যাচে ১৬৫ রানের ইনিংস খেললেন মুম্বইয়ের ওপেনার পৃথ্বী। আর পাল্টা, কর্নাটকের ওপেনার দেবদত্ত করলেন ৬৪। এই দু’জন এখন বিজয় হাজারের (Vijay Hazare Trophy) একটা মরসুমে সবচেয়ে বেশি রানও করে ফেললেন। ২০১৭-১৮ সালে বিজয় হাজারে-তে ৭২৩ রান করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে টপকে গিয়ে ৭৩৭ করলেন দেবদত্ত। ওই তালিকায় সবচেয়ে উপরে পৃথ্বী, ৭৫৪ রান। কর্নাটক সেমিফাইনালে হেরে যাওয়ায় পৃথ্বীর সামনে আরও বেশি রান করার সুযোগ থাকল।
আরও পড়ুন: পন্থকে ওর মতো খেলতে দিন: রোহিত
নট আউট ১০৫, নট আউট ২২৭, নট আউট ১৮৫ করার পর এ দিন সেমিফাইনালে ১৬৫ রানের চমত্কার ইনিংস খেলেন। ৭৯ বলে করেছিলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২২ বল খেলে ১৬৫ রানে থামেন পৃথ্বী। জাতীয় টিম থেকে বাদ পড়ার যেন আরও বেশি করে মেলে ধরছেন নিজেকে। পালামে এ দিনের ম্যাচে নিজের ইনিংস ১৭টা চার ও ৭টা ছয় দিয়ে সাজিয়েছেন পৃথ্বী।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ভারত অধিনায়ক সুনীল
ক্যাপ্টেনের বিধ্বংসী ইনিংসের জন্যই কর্নাটকের বিরুদ্ধে ৩২২ তুলেছিল মুম্বই। ৪ উইকেট নিয়েছিলেন বিজয়কুমার বিশাক, ৩টে প্রসিধ কৃষ্ণার। জবাবে ব্যাট করতে নেমে কর্নাটক ২৫০-এ শেষ। দেবদত্তের ৬৪-ই সর্বোচ্চ। ৬১ করেন বিআর শরথ। ২টি করে উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে, তানুশ কোটিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, শামস জয়সওয়াল।