ফেরার লড়াই শুরু জাডেজার

এ বার ব্যাট হাতে সেই পুরানো মেজাজে দেখা গেল ভারতীয় তারকা ক্রিকেটারকে (Ravindra Jadeja)।

ফেরার লড়াই শুরু জাডেজার
ফিরে আসার লড়াই শুরু জাডেজার
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 7:31 PM

নয়া দিল্লি: ছন্দে ফিরছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ের সময় চোট পান জাডেজা। যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ঘরের মাঠে খেলতে পারেননি তিনি। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপচার করে দেশে ফেরেন। তারপর বেঙ্গালুরের জাতীয় অ্যাকাডেমিতেই রিহ্যাব কাটিয়েছেন। প্রায় দু’মাস পর নেটে ফিরেছেন জাডেজা।

বৃহস্পতিবার টুইটারে নেটে ব্যাটিং করার ভিডিয়ো শেয়ার করেন জাডেজা। লেখেন, “দু’মাস পর ব্যাট-বল হাতে নিয়ে ভালো লাগছে।”

গত সপ্তাহেই জিম সেশন দিয়ে ফিটনেস ঝালাই শুরু করেন জাড্ডু। তার পর তাঁকে নেটে বল হাতেও দেখা যায়। এ বার ব্যাট হাতে সেই পুরানো মেজাজে দেখা গেল ভারতীয় তারকা ক্রিকেটারকে। চোটের কারণে তাঁকে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল। সেই চোটের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারলেন না। চোটমুক্ত জাডেজার এখন একটাই লক্ষ্য। দ্রুত ২২ গজে ফেরা।

আরও পড়ুন: বিজয় হাজারেতে নয়া রেকর্ড পৃথ্বী-দেবদত্তের

রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন অক্ষর প্যাটেল। অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়া জাডেজার অভাব অনুভব করবে। কিন্তু অক্ষর তা হতে দেননি। বরং টেস্ট অভিষেকেই একের পর এক রেকর্ড করে সবার নজর কেড়েছেন অক্ষর।