Rohit Sharma: মুম্বইয়ে বেড়ে ওঠা, ভারতীয় দলের ‘হিটম্যানের’ মাতৃভাষা কী?
Rohit Sharma: রোহিতের জন্ম ১৯৮৭ সালের ৩০ এপ্রিল। তাঁর বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহণ সংস্থার স্টোরহাউসের কেয়ারটেকার ছিলেন। মা পূর্ণিমা শর্মা। তাঁর মায়ের বাড়ি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে। তাঁদের পরিবার এক কামরা ঘরে থাকত। সেজন্য মুম্বইয়ের উত্তর-পশ্চিম প্রান্তে বরিভালিতে কাকা ও ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে থাকত ছোট্ট রোহিত।
মুম্বই: ক্রিকেট দুনিয়ায় তিনি হিটম্যান। তাঁর পুল শটে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে শ্রেয়স আইয়ারের সেঞ্চুরির পর তাঁর উদযাপনের স্টাইলে আজও মজে ক্রিকেটপ্রেমীরা। তিনি রোহিত গুরুনাথ শর্মা। মহারাষ্ট্রের নাগপুরে জন্ম। বেড়ে ওঠা মুম্বইয়ে। অন্যান্য মুম্বইকরের মতো বড়াপাও তাঁরও পছন্দের খাবার। এতকিছুর পর কেউ যদি জিজ্ঞাসা করেন, রোহিতের মাতৃভাষা কী? স্বাভাবিকভাবেই মাথায় আসবে মারাঠি। কিন্তু, তা নয়। তাহলে রোহিতের মাতৃভাষা কী? জেনে নিন টিভি৯ বাংলার এই প্রতিবেদনে।
রোহিতের জন্ম ১৯৮৭ সালের ৩০ এপ্রিল। তাঁর বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহণ সংস্থার স্টোরহাউসের কেয়ারটেকার ছিলেন। মা পূর্ণিমা শর্মা। তাঁর মায়ের বাড়ি অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে। তাঁদের পরিবার এক কামরা ঘরে থাকত। সেজন্য মুম্বইয়ের উত্তর-পশ্চিম প্রান্তে বরিভালিতে কাকা ও ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে থাকত ছোট্ট রোহিত। সপ্তাহান্তে বাড়ি যেত। দারিদ্রতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে ক্রিকেট ময়দানে নিজের দ্যুতি ছড়ান হিটম্যান।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট আত্মপ্রকাশ রোহিতের। প্রতিভার ঝলক দেখা গেলেও প্রথম কয়েক বছর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০১৩ সালে একদিনের ক্রিকেটে তাঁকে ওপেন করতে পাঠান তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর যেন এক লহমায় বদলে গেলেন রোহিত। তাঁর ছয়ে মুগ্ধ হতে থাকল ক্রিকেটবিশ্ব। একের পর এক সেঞ্চুরি। ক্রিকেট বিশ্বে হিটম্যান হয়ে গেলেন রোহিত।
টেস্টে রোহিতের উত্থান-
২০১৩ সালের নভেম্বর। সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজে টেস্টে অভিষেক হয় রোহিতের। সচিনকে বিদায়ী টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট বিশ্ব যখন মাতোয়ারা, তখন ইডেনে অভিষেক টেস্টে শতরান করেন হিটম্যান। মুম্বইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে পরের টেস্টেও শতরান। টেস্টে সচিনের শূন্যস্থান কি পূরণ করবেন রোহিত? ক্রিকেটমহলে গুঞ্জন শুরু। কিন্তু, একদিনের ক্রিকেটে যেভাবে রোহিত-উদয় হল, টেস্টে কোথাও গিয়ে ধাক্কা খেতে হচ্ছিল। এভাবে কয়েক বছর কাটল। তারপর টেস্টেও ওপেন করতে শুরু করলেন। নিজেকে মেলে ধরলেন। এখন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক তিনি।
রোহিতের মাতৃভাষা কী?
মুম্বইকর হিসেবেই নিজের পরিচয় দেন রোহিত। অন্য মুম্বইকরদের মতো বড়াপাও তাঁর পছন্দ। মারাঠি কি তাঁর মাতৃভাষা? এই নিয়ে একবার রোহিত বলেন, অনেকেই হয়তো শুনে একটু বিস্মিত হবেন। আমার মাতৃভাষা তেলুগু। আমার মায়ের বাড়ির বাড়ি বিশাখাপত্তনমে।
রোহিতের অধিনায়কত্বে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। সতীর্থদের যেভাবে উদ্বুদ্ধ করেন, তাও নজর টানে। আবার কোনও কথা ভুলে গেলে বাঙালিরা যেভাবে ‘আরে ওটা’ বলে, রোহিতও তেমনি ‘আরে ও’ বলে চালিয়ে দেন। এই মুহূর্তে তাঁর নেতৃত্বে আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ভারতীয় দল। গতবছর একদিনের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও কাপজয় হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশবাসীর মুখে হাসি ফোটাবেন রোহিতরা, এখন এটাই সবার প্রার্থনা।