Euro Cup 2024: জার্মানিতে রাত ৮টার পর শিশুশ্রমে বাধা, ইউরো কাপ খেলতে গিয়ে আইন জেনে মাথায় হাত স্পেনের
ফুটবলে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়া কোনও প্লেয়ারের জন্য সহজ নয়। বিশেষ করে যদি থাকে নিয়মের কোনও বেড়াজাল। এ বারের ইউরো কাপ অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। জার্মানিতে রাত ৮টার পর শিশুশ্রমে বাধা তাই লামিনে ইয়ামালকে নিয়ে সমস্যায় পড়েছে স্পেন।
কলকাতা: স্কুলজীবন শেষ না করেই ফুটবল পায়ে ফুল ফোটাচ্ছেন লামিনে ইয়ামাল (Lamine Yamal)। বয়স তাঁর ১৬ বছর। ইউরো কাপের (Euro Cup) ইতিহাসে সর্বকণিষ্ঠ প্লেয়ার। স্প্যানিশ ফুটবলের ওয়ান্ডার বয় লামিনে ইয়ামাল একদিকে পড়াশুনা এবং অপরদিকে ফুটবল খেলা ঠিক চালিয়ে যাচ্ছেন। ফুটবলে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়া কোনও প্লেয়ারের জন্য সহজ নয়। বিশেষ করে যদি থাকে নিয়মের কোনও বেড়াজাল। এ বারের ইউরো কাপ অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে। জার্মানিতে রাত ৮টার পর শিশুশ্রমে বাধা তাই লামিনে ইয়ামালকে নিয়ে সমস্যায় পড়েছে স্পেন।
জার্মানির নিয়ম অনুযায়ী, ঘড়ির কাঁটায় রাত ৮ বেজে যাওয়া মানে ১৮ বছরের কম বয়সী কাউকে দিয়ে কাজ করানো যাবে না। সে দেশের নাগরিকদের পাশাপাশি সেখানে যাওয়া বাকিদের জন্যও একই নিয়ম প্রযোজ্য। অবশ্য এক্ষেত্রে ইউরো চলাকালীন এই নিয়মে একটু শিথিলতা এনেছে জার্মান প্রশাসন। তার ফলে রাত ১১ বা পর্যন্ত অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের মাঠ থাকতে দিচ্ছে জার্মান প্রশাসন। ফলে রাত ১১ টা বাজলেই লামিনে ইয়ামালকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হচ্ছেন স্পেনের কোচ।
চলতি ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে ছিল স্পেনের ম্যাচ। এই ম্যাচ রাতেই ছিল। ফলে জার্মানিতে রাত যত বাড়ছিল, লামিনে ইয়ামালকে নিয়ে স্পেনের চাপ বাড়ছিল। অবশ্য লামিনে এ দিন রেকর্ড গড়েছেন। এ বারের ইউরো কাপে এই নিয়ে তৃতীয় বার অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ অবধি ওই ম্যাচ ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে স্পেন।
𝐓𝐇𝐑𝐄𝐄 assists for Lamine Yamal.
No other player at the Euros has more.
Creating a masterpiece 🎨 pic.twitter.com/ax2UT0q4qD
— B/R Football (@brfootball) July 5, 2024
এর আগে জর্জিয়ার বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলানো হয়েছিল স্পেনের লামিনে ইয়ামালকে। তার জন্য জরিমানাও গুনতে হয়েছে স্পেনের কোচকে।