Shubman Gill: ওপেনিং জুটি কী, ‘বিরাটের’ তিন নম্বরে কে? নিশ্চিত করলেন ক্যাপ্টেন শুভমন গিল

India tour of Zimbabwe: বিশ্বকাপের পরই এই সিরিজ হওয়ায় সিনিয়রদের আগেই বিশ্রামের কথা ভাবা হয়েছিল। কিন্তু বিশ্বকাপ জয়ের পর বিরাট, রোহিত, জাডেজা একে একে তিনজনই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এ বার তরুণ ভারতের নতুন শুরু। কাল প্রথম ম্যাচ। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলন করেন ক্যাপ্টেন শুভমন গিল।

Shubman Gill: ওপেনিং জুটি কী, 'বিরাটের' তিন নম্বরে কে? নিশ্চিত করলেন ক্যাপ্টেন শুভমন গিল
Image Credit source: SONY SPORTS
Follow Us:
| Updated on: Jul 05, 2024 | 11:56 PM

নতুন অধ্যায়? বলাই যায়। ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে তাই হতে চলেছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল। বিশ্বকাপের পরই এই সিরিজ হওয়ায় সিনিয়রদের আগেই বিশ্রামের কথা ভাবা হয়েছিল। কিন্তু বিশ্বকাপ জয়ের পর বিরাট, রোহিত, জাডেজা একে একে তিনজনই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এ বার তরুণ ভারতের নতুন শুরু। কাল প্রথম ম্যাচ। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলন করেন ক্যাপ্টেন শুভমন গিল। ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা সামান্য়। বয়সভিত্তিক ক্রিকেট বাদ দিলে, সিনিয়র টিমে গত আইপিএলেই নেতৃত্বের অভিষেক। এ বার দেশের নেতা।

জিম্বাবোয়ে সিরিজের স্কোয়াড ঘোষণার পর থেকেই একটা বিষয় আলোচনায়। কম্বিনেশন কী হবে। টিমে একঝাঁক নতুন মুখ। বিশেষ করে নজর, ওপেনিং কম্বিনেশনে। বিকল্প অনেক। সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন শুভমন গিল নিশ্চিত করলেন, তিনিই ওপেন করবেন। ক্যাপ্টেনের ওপেনিং সঙ্গী প্রথম বার জাতীয় দলে সুযোগ পাওয়া অভিষেক শর্মা। অনূর্ধ্ব ১৯ স্তরে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন। এ বার সিনিয়র দলে শুভমহরৎ অভিষেকেরও।

পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে শুভমন বলেন, ‘অভিষেক শর্মা আমার সঙ্গে ইনিংস ওপেন করবে। তিনে ব্য়াট করবে ঋতুরাজ।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপেন করেন ঋতুরাজ গায়কোয়াড়ও। এ বার মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন ঋতুরাজের হাতে। জাতীয় দলেও ওপেন করেছেন। তবে অভিষেক থাকায় ডান বাঁ হাতি কম্বিনেশন দেখা যাবে ওপেনিংয়ে। বিরাট কোহলি এ বারের বিশ্বকাপে ওপেন করেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তাঁর ব্যাটিং পজিশন ছিল তিন নম্বর। সেই পজিশনে এ বার ঋতুরাজ। এই সিরিজে নজর কাড়তে পারলে জায়গা পাকা হতে পারে। এই কথা প্রত্যেকের জন্যই যেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বাঁ হাতি ওপেনার অভিষেক শর্মা। তাঁর বাঁ হাতি স্পিনও কাজে লেগেছে। যুবরাজ সিংকে গুরু মানেন অভিষেক। তাঁর নামের প্রতি কতটা সুবিচার করতে পারেন অভিষেক, সেটাই দেখার।