Cricket: একেই বলে লাক! যে তিন ক্রিকেটার প্রথম চেষ্টায় আইপিএল ও টি-২০ বিশ্বকাপ জিতেছেন…

এমন তিন ক্রিকেটার রয়েছেন, যাঁদের লাক বরাবর কাজ দেয়। প্রথম বারের চেষ্টায় আইপিএল (IPL) এবং টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছেন তিন জন ক্রিকেটার। জানেন তাঁরা কারা?

Cricket: একেই বলে লাক! যে তিন ক্রিকেটার প্রথম চেষ্টায় আইপিএল ও টি-২০ বিশ্বকাপ জিতেছেন...
Cricket: একেই বলে লাক! যে তিন ক্রিকেটার প্রথম চেষ্টায় আইপিএল ও টি-২০ বিশ্বকাপ জিতেছেন...
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 11:10 AM

কলকাতা: কপালে থাকলে কেউ আটকাতে পারবে না… অনেকের মুখে এমনটা শোনা যায়। এই প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে ভারতের বিশ্বজয়ের আনন্দের মাঝে। এমন তিন ক্রিকেটার রয়েছেন, যাঁদের লাক বরাবর কাজ দিয়েছে। সে দেশের জার্সিতে হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জার্সিতে। প্রথম বারের চেষ্টায় আইপিএল (IPL) এবং টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছেন তিন জন ক্রিকেটার। জানেন তাঁরা কারা? নিম্নে রইল বিস্তারিত।

  1. সঞ্জু স্যামসন – ভারতের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন প্রথম বারের চেষ্টায় বিশ্বকাপ জিতেছেন। সঞ্জু স্যামসন এ বারের টি-২০ বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। রিজার্ভ বেঞ্চে বসেই তাঁর সময় কেটেছে। তারপরও সঞ্জু স্যামসনের ভাগ্য সঙ্গে ছিল। যার ফলে তিনি প্রথম বারের চেষ্টায় টি-২০ বিশ্বকাপ জিতেছেন। এর আগে সঞ্জু স্যামসন ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
  2. ইউসুফ পাঠান – দেশের প্রাক্তন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন। ইউসুফ পাঠান ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তিনি ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছিলেন। তিনি বীরেন্দ্র সেওয়াগের জায়গায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস প্রথম আইপিএল চ্যম্পিয়ন হয়েছিল। ওই টিমের সদস্য ছিলেন ইউসুফ পাঠান। এ ছাড়াও তিনি ২০১২ ও ২০১৪ সালের আইপিএল জয়ী কেকেআরের সদস্য ছিলেন।
  3. সুনীল নারিন – ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন সুনীল নারিন। এরপর সুনীল নারিনের সে বছরই কলকাতা নাইট রাইডার্সে অভিষেক হয়। এবং ২০১২ সালে প্রথম বার টিমকে জিতেয়েছিলেন তিনি। কেকেআরের জার্সিতে এই নিয়ে তিনবার ট্রফি জিতেছেন নারিনরা।