IND vs ZIM Preview: ভারতের ‘ভবিষ্যৎ’-এ নজর, জিম্বাবোয়েতে আজ ‘শুভ’মহরৎ
India tour of Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেন করবেন ক্যাপ্টেন শুঙমন গিল ও বাঁ হাতি ব্যাটার অভিষেক শর্মা। তিনে ঋতুরাজ গায়কোয়াড়। এই অবধি নিশ্চিত করেছেন ক্যাপ্টেন শুভমন নিজেই। স্কোয়াড এবং প্র্যাক্টিস দেখে বলা যায়, চার ও পাঁচ নম্বরে দেখা যাবে রিয়ান পরাগ ও রিঙ্কু সিংকে। কিপার হিসেবে এগিয়ে ধ্রুব জুড়েলই।
বিশ্ব জয়ের রেশ দেশজুড়ে। এরই মাঝে নতুন ভারতের যাত্রা শুরু হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবোয়ে সফরে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের সিরিজও বলা যায়। দলে একঝাঁক নতুন মুখ। পুরো স্কোয়াডই নতুন বলা যায়। এর মধ্যে অনেকেই প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কেউ বা প্রথম বার টি-টোয়েন্টি স্কোয়াডে। তেমনই শুভমন গিলের জন্যও গুরুত্বপূর্ণ সিরিজ। প্লেয়ার এবং ক্যাপ্টেন, দুই ভূমিকাতেই নজর থাকবে তাঁর উপর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চ্যাম্পিয়নদের সে ভাবেই স্বাগত জানিয়েছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। শুভমন গিল, রিঙ্কু সিং এবং খলিল আহমেদরা স্ট্যান্ড বাইতে ছিলেন। ভারতের বিশ্বজয়ী স্কোয়াডের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও শিবম দুবে জিম্বাবোয়ে পৌঁছননি। প্রথম দু-ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। পরিবর্ত হিসেবে স্কোয়াডে যোগ করা হয়েছে সাই সুদর্শন, জীতেশ শর্মা ও হর্ষিত রানাকে। তবে প্রথম দু-জনের সুযোগ কঠিন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেন করবেন ক্যাপ্টেন শুভমন গিল ও বাঁ হাতি ব্যাটার অভিষেক শর্মা। তিনে ঋতুরাজ গায়কোয়াড়। এই অবধি নিশ্চিত করেছেন ক্যাপ্টেন শুভমন নিজেই। স্কোয়াড এবং প্র্যাক্টিস দেখে বলা যায়, চার ও পাঁচ নম্বরে দেখা যাবে রিয়ান পরাগ ও রিঙ্কু সিংকে। কিপার হিসেবে এগিয়ে ধ্রুব জুড়েলই। সঞ্জু স্যামসন থাকলে অবশ্য তাঁরই খেলার সম্ভাবনা বেশি ছিল। জীতেশ অতীতেও খেলেছেন। প্রথম বার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া ধ্রুব জুড়েলের সম্ভাবনাই বেশি।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রয়েছে ওয়াশিংটন সুন্দর। তাঁকে একাদশে নিশ্চিত ধরা যায়। এ ছাড়াও স্পিন বিকল্প হিসেবে অভিষেক থাকছেই। বোলিং আক্রমণে লেগ স্পিনার রবি বিষ্ণোই। যদিও পেস বোলিং আক্রমণে কোন তিনজন খেলবেন, একটু ধোঁয়াশা রয়েছে। আবেশ খান, খলিল আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে সদ্য সুযোগ পাওয়া তুষার দেশপান্ডে নাকি টিমকে ভরসা দেওয়া মুকেশ কুমার, এই নিয়েই ধোঁয়াশা।