MLC 2024: উন্মুক্ত-আলির দাপটে MLC-তে জয় দিয়ে শুরু নাইট রাইডার্সের

আইপিএলে এ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার এমএলসিতে নাইটদের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেসেরও নজর খেতাব জয়। সেই লক্ষ্য়েই মার্কিন মুলুকের লিগে জয় দিয়ে সফর শুরু করল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)।

MLC 2024: উন্মুক্ত-আলির দাপটে MLC-তে জয় দিয়ে শুরু নাইট রাইডার্সের
উন্মুক্ত-আলির দাপটে MLC-তে জয় দিয়ে শুরু নাইট রাইডার্সেরImage Credit source: MLC X
Follow Us:
| Updated on: Jul 06, 2024 | 2:13 PM

কলকাতা: শুরু হয়ে গিয়েছে মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) দ্বিতীয় মরসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই নিউ ইয়র্ক ও সিয়াটেল অরকাস। ওই ম্যাচ গত বারের চ্যাম্পিয়ন এমআই জিতেছে ৬ উইকেটে। একই দিনে টেক্সাস সুপার কিংসের (Texas Super Kings) বিরুদ্ধে নেমেছিল এলএ নাইট রাইডার্স। আইপিএলে এ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার এমএলসিতে নাইটদের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেসেরও নজর খেতাব জয়। সেই লক্ষ্যেই মার্কিন মুলুকের টি-২০ লিগে জয় দিয়ে সফর শুরু করল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)।

টেক্সাসে টস জিতেছিলেন সুপার কিংসের ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান তোলে নাইট রাইডার্স। নাইটদের দুই ওপেনার ব্যর্থ হন। জেসন রয় ২ রানে ফেরেন। ক্যাপ্টেন সুনীল নারিনও ২ রানে ফেরেন। এরপর ম্যাচের হাল ধরেন উন্মুক্ত চন্দ ও সাকিব আল হাসান। উন্মুক্ত শেষ অবধি করেন ৬৮ রান। নীতীশ কুমার ২৬ রান। ১৩ রানে অপরাজিত ডেভিস এবং ড্রাই ১২ রানে অপরাজিত। ১০ রানে হিট উইকেটের ফলে মাঠ ছাড়েন রাসেল। টেক্সাসের হয়ে ২টি করে উইকেট নেন মার্কাস স্টইনিস, অ্যারন হার্ডি ও জিয়া উল হক মহম্মদ। ১টি উইকেট নেন জেরাল্ড কোৎজে।

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ফাফ ডু’প্লেসির টেক্সাস। পাওয়ার প্লে-র মধ্যে একটি উইকেট হারায় টেক্সাস। ক্যাপ্টেন ডু’প্লেসিকে (১৪) ফেরান সাকিব আল হাসান। সুপার কিংসের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার ডেভন কনওয়ে (৫৩)। কিন্তু টেক্সাস সুপার কিংসকে তিনি জেতাতে পারেননি।

পাক বংশোদ্ভূত বোলার আলি খান ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট স্পেনসর জনসনের। ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও সুনীল নারিন। টেক্সাসের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ক্যালভিন স্যাভেজের (২৯*)। শেষ অবধি ৮ উইকেটে ১৫০ রান তুলে থামে টেক্সাস। যার ফলে ১২ রানে জয় নাইট রাইডার্সের। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আলি খান।