AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Fake: আপনার 12 সংখ্যার Aadhaar নম্বরটা নকল! যে উপায়ে যাচাই করবেন

Aadhaar Update: আপনার আধার কার্ড বা তার 12 সংখ্যার নম্বরটি যে নকল তা আপনি জানতেও পারেন না। তাই, আধার কার্ড আসল নাকি ভুয়ো, তা যাচাই করে নেওয়াও খুব জরুরি।

Aadhaar Card Fake: আপনার 12 সংখ্যার Aadhaar নম্বরটা নকল! যে উপায়ে যাচাই করবেন
আধার কার্ড আসল নাকি নকল, যেভাবে বুঝবেন।
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 5:51 PM
Share

Aadhaar News: আজকাল প্রায় সব জায়গাতেই আইডি প্রুফ হিসেবে Aadhaar Card ব্যবহৃত হচ্ছে। সে আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা নতুন সিম কার্ড নিন বা বাড়ি ভাড়া করুন— আধার কার্ড বাধ্যতামূলক। তাই, আপনার কাছে যদি আধার কার্ড না থাকে, তাহলে নানা দিক থেকে সমস্যায় পড়তে পারেন, একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে আপনার। বুঝতেই পারছেন, 12-সংখ্যার এই নম্বরটি আমাদের জীবনে এখন কতটা গুরুত্বপূর্ণ। তবে Aadhaar Card না থাকলেও যেমন বিপদ, আধার কার্ড থাকলেও কিন্তু অনেক বিপদ আছে। তার কারণ, হালফিলে দেশে খুবই আধার কার্ড জালিয়াতির ঘটনা ঘটছে। আবার এমন ঘটনাও ঘটছে, যেখানে আপনার ‘ওরিজিনাল’ আধার কার্ডের নম্বরটা ভুয়ো।

একবার ভেবে দেখুন, আধার কার্ডের মতো এত জরুরি এবং গুরুত্বপূর্ণ নথি যদি নকল হয় তাহলে কীরকম বিপদে পড়বেন। যেখানে আপনার প্রতিটা সরকারি থেকে দরকারি কাজে Aadhaar Card ব্যবহৃত হয়, তা ভুয়ো হলে সত্যিই খুব সমস্যা। তার থেকেও বড় কথা হল, আপনার আধার কার্ড বা তার 12 সংখ্যার নম্বরটি যে নকল তা আপনি জানতেও পারেন না। তাই, আধার কার্ড আসল নাকি ভুয়ো, তা যাচাই করে নেওয়াও খুব জরুরি।

অনলাইনে এবং অফলাইনে আপনি আধার কার্ড যাচাই করতে পারেন। তবে অনলাইনে আধার যাচাই প্রক্রিয়াটি সবথেকে সহজ। তার জন্য আপনাকে যেতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইনে কীভাবে Aadhaar Card Verify করতে হয়, তার পদ্ধতিগুলি অনেকেই জানেন না। সেই প্রক্রিয়াই আমরা আজ দেখে নেব। কয়েক মিনিটের ব্যবধানে অনলাইনে কীভাবে আধার কার্ড ভেরিফাই করবেন, তা দেখে নিন।

Aaadhaar Card আসল নাকি নকল, কীভাবে বুঝবেন

* তার জন্য আপনাকে প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা uidai.gov.in-এ যেতে হবে।

* সেখানে গিয়ে My Aadhaar সেকশন থেকে Aadhaar Services অপশনে ক্লিক করুন।

* উপরে দেখতে পাবেন Verify An Aadhaar Number অপশনটি। সিলেক্ট করুন। তারপর একটা নতুন পেজ খুলে যাবে।

* এই পেজে আপনার Aadhaar Number এবং ক্যাপচা কোড দিয়ে দিন।

* এই সব তথ্যগুলি দেওয়ার পরে আপনাকে Proceed End Verify Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

* এরপর একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনার Aadhaar Number-এর সঙ্গে Exists লেখা থাকবে। এর অর্থ হল, আপনার আধার নম্বরটি আসল এবং সেই নম্বরের অস্তিত্ব রয়েছে।

* এবার আপনাকে দেখানো হবে Aadhaar Verification Completed। সেখানে আপনার নাম থেকে শুরু করে ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ, রেজিস্টার্ড মোবাইল নম্বরের মতো একাধিক তথ্য দেখানো হবে।

* এখন আপনার Aadhaar Number যদি সত্যিই নকল হয়, তাহলে সেখানে Error লেখা হবে।