স্মার্টফোনে কমছে মাসিক কিস্তি, বাড়বে ইনস্টলমেন্টের মেয়াদও, প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজনের নতুন সুবিধে
অ্যামজন প্রাইমের দাবি, এই পরিষেবার সাহায্যে সদস্যরা স্মার্টফোনের কেনার ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন।
প্রাইম মেম্বারদের জন্য নতুন পরিষেবা নিয়ে এল অ্যামাজন। এবার থেকে অ্যামাজনের প্রাইম সদস্যরা একটি নতুন স্মার্টফোন কিনতে পারবেন কম পরিমাণ মাসিক কিস্তিতে। এক্ষেত্রে গ্রাহকরা মাসিক ইনস্টলমেন্টের মেয়াদও বাড়াতে পারবেন। ১২ মাস পর্যন্ত বাড়ানো যাবে এই মেয়াদ। এই নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভান্টেজ নো কস্ট ইএমআই’।
তবে সব প্রাইম মেম্বারদের জন্য এই পরিষেবা চালু হয়নি। যাঁরা ইএমআই দেওয়ার জন্য এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রেই এই সুবিধে দেওয়া হচ্ছে। অ্যামজন প্রাইমের দাবি, এই পরিষেবার সাহায্যে সদস্যরা স্মার্টফোনের কেনার ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন। অর্থাৎ কেউ যদি ৫ হাজার টাকা মাসিক কিস্তি দেওয়ার বিভাগে থাকেন, তাহলে তিনি ২৫০০ টাকা মাসিক কিস্তি দেবেন।
উল্লেখ্য, স্যামসাংয়ের বেশ কিছু ফোনের ক্ষেত্রে ফ্লিপকার্টের তরফে ‘স্মার্ট আপগ্রেড প্ল্যান’ চালু হয়েছে। অনুমান ফ্লিপকার্টের এই প্ল্যানকে টেক্কা দিতেই অ্যামাজন এই নতুন প্ল্যান এনেছে। ফ্লিপকার্টের মতোই অ্যামাজনের প্ল্যানও বিশেষ কিছু স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
কোন কোন স্মার্টফোনের ক্ষেত্রে এই অফার থাকবে-
আইফোন ১২ মিনি, স্যামসাং গ্যালাক্সি এম ২১, স্যামসাং গ্যালাক্সি এম ৩১ এস, ওপ্পো এ ১৫, ওপ্পপ ফাইন্ড এস প্রো—— এই সমস্ত ফোনের ক্ষেত্রে অ্যামাজনের ‘অ্যাডভান্টেজ নো কস্ট ইএমআই’ পরিষেবা প্রযোজ্য হবে।