যোগান কম, তার মধ্যেই ভারতে বিক্রি হচ্ছে সোনি প্লেস্টেশন ৫
গত ১২ ফেব্রুয়ারি এই প্লেস্টেশনের জন্য প্রি-বুকিং শুরু হয়েছিল। তবে সেই দিনই আউট অফ স্টক হয়েছিল সোনি প্লেস্টেশন ৫।
প্রি-বুকিংয়ের মধ্যেই আউট অফ স্টক হয়ে গিয়েছিল সোনি প্লেস্টেশন ৫ কনসোল। তবে ফের ভারতে পাওয়া যাচ্ছে এই প্লে-স্টেশন। সোনির নেক্সট-জেনারেশন এই প্লে স্টোরের স্ট্যান্ডার্ড ভারসানের দাম ৪৯,৯৯০ টাকা। আর ডিজিটাল এডিশন (কোনও ডিস্ক-ড্রাইভ নেই)-এর দাম ৩৯,৯৯০ টাকা। আপাতত মাইক্রোসফটের দুটি এক্স-বক্স মডেল এক্স-বক্স সিরিজ এক্স এবং এক্স-বক্স সিরিজ এস-এর সঙ্গে পাল্লা দিচ্ছে সোনির এই প্লেস্টেশন।
এর আগে গত বছর নভেম্বর মাসে যখন সোনির এই প্লেস্টেশন লঞ্চ হয়েছিল, তখনও অতিরিক্ত চাহিদার কারণে আউট অফ স্টক হয়ে গিয়েছিল এই প্লেস্টেশন। সেই সময় বেশ কিছু সংস্থায় বেশি দামে বিক্রি হচ্ছিল সোনির প্লেস্টেশন ৫। এরপর ভারতে প্রি-অর্ডার শুরু হওয়ার পর ফের আউট অফ স্টক হয়ে যায় এই প্লেস্টেশন। করোনা আবহে চাহিদা অনুযায়ী বাজারে প্লেস্টেশনের জোগান দিতে পারেনি সোনি কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলেছেন, পিএস-৫ এর চাহিদা এখন আকাশচুম্বী।
গত ১২ ফেব্রুয়ারি এই প্লেস্টেশনের জন্য প্রি-বুকিং শুরু হয়েছিল। তবে সেই দিনই আউট অফ স্টক হয়েছিল সোনি প্লেস্টেশন ৫।
কী কী থাকছে এই প্লে-স্টেশনে?
১। রেগুলার এবং ডিজিটাল দুটো প্লে-স্টেশনের ক্ষেত্রেই রয়েছে 3.5GHz AMD Zen 2-অক্টাকোর CPU।
২। দু’ধরণের প্লে-স্টেশনের থাকছে ১৬ জিবি GDDR6 র্যাম এবং ৮২৫ জিবি NVMe SSD স্টোরেজ।
৩। এছাড়াও থাকবে চার্জিং ডেক, ডিয়াল সেন্স কন্ট্রোলার্স, রিমোট কন্ট্রোল, এইচডি ক্যামেরা, সোনির PULSE 3D হেডফোন।
৪। সোনি প্লে-স্টেশন ফাইভ ৪কে রেসোলিউশনে ১২০এফপিএস গেমিং সাপোর্ট করে। এবং ৮কে রেসোলিউশনে ৬০ এফপিএস গেমপ্লে সাপোর্ট করে।
৫। এই প্লে-স্টেশনের গ্রাফিক ডিউটি 10.28 teraFLOPS custom RDNA 2 GPU (clocked at 2.2GHz)।