ভারতে আসছে ইটালীয় সংস্থা Aprilia- র সুপারস্পোর্টস বাইক, শুরু প্রি-বুকিং
কবে ভারতে এই তিনটি লঞ্চ হবে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই বাইক লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
ইটালির মোটরবাইক নির্মাণ সংস্থা Aprilia। তাদের বাইক কেনার জন্য বুকিং শুরু হয়েছে ভারতে। Piaggio (এটিও একটি ইটালীয় সংস্থা) তাদের ভারতীয় শাখার তরফে এই বাইকের বুকিং নেওয়া শুরু করেছে। Aprilia RS 660 এবং Aprilia Tuono 660- এই দুটি মডেল পাওয়া যাবে ভারতে। তার জন্যই শুরু হয়েছে প্রি-বুকিং।
শোনা গিয়েছে, Tuono 660- মডেলের দাম হতে চলেছে ১৩.০৯ লক্ষ টাকা। আর RS 660- মডেলের দাম হতে পারে ১৩.৩৯ লক্ষ টাকা। সব দামই এক্স শোরুম হিসেবে বলা হয়েছে। ইটালীয় সংস্থা Aprilia- র অন্যতম সেরা সুপারবাইক বলা হচ্ছে এই দু’টি মডেলকে। RS 660- এই মডেলের লুক প্রথম প্রকাশ্যে এসেছিল ২০১৯ সালে EICMA অর্থাৎ মিলান মোটরসাইকেল শো- তে। শার্প স্টাইলিংয়ের এই বাইকে নজর কেড়েছিল ডুয়াল হেডল্যাম্পের ডিজাইন। Aprilia- র অন্যান্য অনেক বাইকের এই ডিজাইন চালু করা হয়েছে। অন্যদিকে Tuono 660 মডেলের ডিজাইনও যথেষ্টই অত্যাধুনিক এবং নজর কাড়ার মতো।
আরও পড়ুন- টিভিএস অ্যাপাচে RTR 160 4V: নতুন রূপে হাজির ২০২১ এডিশন, বেড়েছে বাইকের শক্তি
এই সুপারস্পোর্টস বাইকের বিভিন্ন বৈশিষ্ট্য-
Aprilia RS এবং Tuono 660, দু’টি মডেলেই রয়েছে ৬৫৯ সিসি- র ইঞ্জিন। সেই সঙ্গে রয়েছে ২৭০ ডিগ্রি ফায়ারিং অর্ডার। RS 660 মডেলে মোটর 99 bhp at 10,500 rpm এবং 67 Nm of peak torque at 8500 rpm- এই পরিষেবা দেয়। আর Tuono 660 মডেলের ক্ষেত্রে এই পরিষেবা 95 bhp at 10,500 rpm এবং 67 Nm at 8500 rpm।
Aprilia 660 সিরিজের এই দু’টি প্রায় যমজ বাইকে রয়েছে বেশ কিছু ইলেকট্রনিক্স উপাদান। যেমন ৬টি অ্যাক্সিসের IMU, তিনটি লেভেলের কর্নারিং অ্যান্টি ব্রেকিং সিস্টেম, অ্যাডজাস্টেবল হুইল কন্ট্রোল, অ্যাকশন কন্ট্রোল, ইঞ্জিন ব্রেকিং কন্ট্রোল। এছাড়াও রয়েছে কুইকশিফটার এবং ক্রুজ কন্ট্রোল।
দু’টি বাইকেই রয়েছে পাঁচট রাইডিং মোড। Commute, Dynamic, Individual, Challenge এবং টাইম অ্যাটাক, এই পাঁচটি রাইডিং মোড দেখা যাবে এই দুই সুপারস্পোর্টস বাইকে। এছাড়া সমস্ত সেটিংস অ্যাকসেস করা যাবে TFT instrument console- এর সাহায্যে।
Aprilia RS 660 এবং the Tuono 660, দু’টি মডেল পাওয়া যাবে মোট তিনটি রঙে। অ্যাপেক্স ব্ল্যাক, লাভা রেড এবং অ্যাসিড গোল্ড— এই তিন রঙে পাওয়া যাবে বাইক। তবে কবে ভারতে এই তিনটি লঞ্চ হবে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই বাইক লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।