KTM Duke 200-এর আপডেটেড ভার্সন লঞ্চ হল, দাম 1.96 লাখ টাকা, নতুন কী রয়েছে?
2023 KTM Duke 200 Launched: আগের মডেলের থেকে নতুন 2023 KTM Duke 200-এর দাম 3,155 টাকা বাড়ানো হয়েছে। মোডিফিকেশনের দিক থেকে এই নয়া মডেলে রয়েছে একটি নতুন LED হেডল্যাম্প, যা 390 Duke থেকে নেওয়া হয়েছে।
KTM Duke 200-এর একটি নতুন, আপগ্রেডেড মডেল লঞ্চ হল, যার দাম 1.96 লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এর আগের মডেলের থেকে নতুন 2023 KTM Duke 200-এর দাম 3,155 টাকা বাড়ানো হয়েছে। মোডিফিকেশনের দিক থেকে এই নয়া মডেলে রয়েছে একটি নতুন LED হেডল্যাম্প, যা 390 Duke থেকে নেওয়া হয়েছে। নতুন বাইকের দুটি কালার অপশন রয়েছে। তার একটি হল ইলেকট্রনিক অরেঞ্জ এবং অপরটি মেটালিক সিলভার। 2023 KTM Duke 200 বাইকটি টক্কর দিতে পারবে Bajaj Pulsar NS200, TVS Apache RTR 200 4V এবং Suzuki Gixxer 250-এর সঙ্গে।
নতুন হেডল্যাম্পের পাশাপাশি এই 2023 200 Duke বাইকটিতে রয়েছে LED ডেটাইম রানিং ল্যাম্পের ফ্রেশ সেট। হেডল্যাম্প ইউনিটটিতে এখন 32 LED এবং বিম এনহ্যান্সমেন্টের জন্য রয়েছে ছয়টি রিফ্লেক্টর। এই হেডল্যাম্প ইউনিটের ডিজ়াইনটি 1290 Super Duke R-এর হেডল্যাম্প দ্বারা অনুপ্রাণিত।
2023 200 Duke-এ রয়েছে লিক্যুইড-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ডিসপ্লেসমেন্ট 199.5cc। বাইকটি এখন 10,000 rpm-এ 24.68 bhp পাওয়ার আউটপুট ডেলিভার করছে এবং তার সর্বাধিক টর্ক 8,000 rpm-এ 19.3 Nm। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 6 স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সবথেকে বড় কথা হল এখন এই বাইকটি OBD2 কমপ্লায়েন্ট এবং E20 ফুয়েল দ্বারা চালিত।
নতুন বাইকটিতে দেওয়া হয়েছে স্প্লিট ট্রেলিস টিউবিউলার ফ্রেম, যা শেয়ার করা হয়েছে 250 Duke এবং 390 Duke মডেলের সঙ্গে। ফ্রেম ডিজ়াইনটি সাপোর্টিংয়ের জন্য বাইকের সামনে রয়েছে 43 mm USD ফর্ক এবং পিছনে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। দুটোরই উৎস WP Apex। ব্রেকিংয়ের জন্য মোটরসাইকেলটিতে রয়েছে 300 mm ফ্রন্ট ডিস্ক এবং একটি 230 mm রিয়ার ডিস্ক। বাইকের ক্যালিপারগুলি দিয়েছে Bybre। এখন এই বাইকটি ইক্যুইপ করা রয়েছে SuperMoto ABS সহযোগে ডুয়াল চ্যানেল এবিএসের সঙ্গে।
আগের মতোই এই 2023 200 Duke বাইকে রয়েছে LCD ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা রাইডারকে বাইক সম্পর্কিত একাধিক তথ্য দিতে পারে। অতিরিক্ত ফিচারের দিক থেকে রয়েছে ক্লাস্টারে একটি টেল-টেল লাইটস, যা স্ট্র্যাটেজিক্যালি পজ়িশন করা হয়েছে।