ChatGPT In Car: এবার গাড়িতেও ChatGPT সাপোর্ট, পুরো গাড়ি কন্ট্রোল হবে ভয়েস কমান্ডে!

AI Features In Cars: স্মার্ট টিভি থেকে শুরু করে টিভি স্টুডিওতে স্মার্ট AI অ্যাঙ্কর, সব কিছুই দেখা যাচ্ছে। কিন্তু এবার এই ফিচার পাওয়া যাবে গাড়িতেও। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন গাড়িতে আবার Chat GPT সাপোর্ট? এমনটাই হতে চলেছে।

ChatGPT In Car: এবার গাড়িতেও ChatGPT সাপোর্ট, পুরো গাড়ি কন্ট্রোল হবে ভয়েস কমান্ডে!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 4:10 PM

ChatGPT In Mercedes Benz: বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতেই তালিকার শীর্ষে থাকে Chat GPT। চ্যাট জিপিটি-র পরে, AI দ্রুত বাজারে পরিচিতি লাভ করেছে, তা বললে ভুল কিছু বলা হবে না। বর্তমানে বাজারের অনেক গ্যাজেটে ইতিমধ্যেই Chat GPT সাপোর্ট পাওয়া যায়। এমনকি ওয়েবে তো Chat GPT ব্যবহার করা যাচ্ছে অনেকদিন আগে থেকেই। তারপরে এই ফিচার কিছু ফোনেও ব্যবহার করা গিয়েছে। স্মার্ট টিভি থেকে শুরু করে টিভি স্টুডিওতে স্মার্ট AI অ্যাঙ্কর, সব কিছুই দেখা যাচ্ছে। কিন্তু এবার এই ফিচার পাওয়া যাবে গাড়িতেও। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন গাড়িতে আবার Chat GPT সাপোর্ট? এমনটাই হতে চলেছে। মোবাইলের পর এবার চ্যাট জিপিটি আসতে চলেছে যানবাহনে। মানে যানবাহনেও চ্যাট জিপিটি সাপোর্ট পেয়ে যাবেন। বিখ্যাত যানবাহন নির্মাতা Mercedes Benz তাদের গাড়ি দিয়ে এই যাত্রা শুরু করেছে।

9 লাখের বেশি গাড়িতে এই সাপোর্ট পাওয়া যাবে:

কোম্পানির মতে, যানবাহনে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে এমবিইউএক্স ভয়েস সহকারীর মাধ্যমে হে মার্সিডিজের (Hey Mercedes) মাধ্যমে ভয়েস কন্ট্রোল করা আরও সহজ হবে। অর্থাৎ গাড়ির চালাতে চালাতে Hey Mercedes বললেই সে আপনার সব কাজ করে দেবে। MBUX ইনফোটেইনমেন্ট সিস্টেমকে কাজে লাগানো হচ্ছে এই জন্য। আর আর জন্য 900,000 টিরও বেশি যানবাহনে Chat GPT সাপোর্ট পাওয়া যাবে। এমনই ইচ্ছে প্রকাশ করেছে কোম্পানিটি।

বিটা প্রোগ্রামটি 16 জুন, 2023 থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। ব্যবহারকারীরা Mercedes-Benz অ্যাপের মাধ্যমে ‘Hey Me Beta’ প্রোগ্রামে যোগ দিতে পারছেন। জয়েন করার সময় ‘I want to be’ বললেই এই ফিচারটি পেয়ে যাচ্ছেন। Mercedes-Benz Group AG-এর CTO এবং বোর্ড অফ ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্টের সদস্য জানিয়েছেন, কোম্পানির বিটা প্রোগ্রামে চ্যাট GPT-কে ব্যবহার করা হয়েছে। এতে চালক যে কোনও বিষয়ে প্রশ্ন করলে তাকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে AI। চ্যাট জিপিটি চালকরে এবং যাত্রীদের রাস্তার বিবরণ এবং আবহাওয়ার আপডেট দেবে। তাছাড়াও সে এমন কিছু প্রশ্নের উত্তর দেবে, যা তার সিস্টেমে আপলোড করা থাকবে। অর্থাৎ আপনি যদি গাড়ি চালানোর সময় তাকে গান বাজাতে বলেন, সে তখনই সেটি করে দেবে।