Activa 125 H-Smart: ফের Smart Key যুক্ত স্কুটার বাজারে আনছে Honda, দেখুন Activa 125-র লুক

Activa 125 H-Smart Price: কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই তাদের নতুন স্কুটার Activa 125 লঞ্চ করবে। আপডেট করা Activa 125-এ কোম্পানির পক্ষ থেকে অনেক বিশেষ ফিচার দেওয়া হবে, যা বর্তমান ভার্সনে নেই।

Activa 125 H-Smart: ফের Smart Key যুক্ত স্কুটার বাজারে আনছে Honda, দেখুন Activa 125-র লুক
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 9:31 AM

New Activa 125 Features: জাপানি টু হুইলার কোম্পানি Honda ভারতীয় বাজারে একের পর এক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। আর স্কুটারগুলিতে নতুন নতুন ফিচার এনে চলেছে। জাপানি কোম্পানি হওয়া সত্বেও ভারতে এর জনপ্রিয়তা তুঙ্গে। আর সেই জনপ্রিয়তাকে বজায় রাখতেই Honda একটি খুশির খবর এনে হাজির করল। Honda শীঘ্রই ভারতীয় বাজারে নতুন Activa 125 লঞ্চ করবে। যদিও ইতিমধ্য়েই বাজেরে Activa 125 রয়েছে। কিন্তু এবার তারই আপডেটেড ভার্সন আনতে চলেছে Honda। কোম্পানির তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই তাদের নতুন স্কুটার Activa 125 লঞ্চ করবে। আপডেট করা Activa 125-এ কোম্পানির পক্ষ থেকে অনেক বিশেষ ফিচার দেওয়া হবে, যা বর্তমান ভার্সনে নেই।

হোন্ডা বাইক অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবি অনুযায়ী কোম্পানি নতুন Activa 125-এ অনেক বিশেষ ফিচার দিতে চলেছে। স্মার্ট কী, ফুল ডিজিটাল স্পিডোমিটার এসব ফিচার দেওয়া হবে। স্মার্ট কী-টি এইচ স্মার্ট টেকনলজির সঙ্গে দেওয়া হবে। অর্থাৎ স্কুটারের কাছে গিয়ে লক করার দিন শেষ। আপনি দূর থেকেই আপনার স্কুটারটি লক করতে পারবেন। স্কুটারে একটি ডিজিটাল স্পিডোমিটারও দেওয়া হবে। যেটিতে সময়, কিলোমিটার, জ্বালানি, রিয়েল টাইম মাইলেজ, গড় মাইলেজের মতো ফিচারগুলি দেখা যাবে। তবে চলুন দেখে নেওয়া যাক এর নতুন ফিচারগুলি কী হবে এবং এর প্রত্যাশিত দামই বা কী হবে।

activa 2

নতুন Activa 125-এর দাম কত হতে পারে?

বর্তমানে, Activa 125-এর দাম 77,743 টাকা (ড্রাম ব্রেক ভ্য়ারিয়েন্টের এক্স-শোরুম মূল্য) থেকে শুরু হয়। আর ডিস্ক ব্রেক সহ আসা Activa 125-এর এক্স-শোরুম দাম হল 84,916 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই নতুন স্কুটারের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে আশা করা হচ্ছে, এই স্কুটারের দাম তিন থেকে পাঁচ হাজার টাকা বাড়ানো হতে পারে। বর্তমানে, কোম্পানির অফাসিয়াল ওয়েবসাইটে এই স্কুটারের লঞ্চ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে আশা করা হচ্ছে যে, এপ্রিলের শুরুতে কোম্পানি এই নতুন Activa 125 লঞ্চ করতে পারে।

Activa 125 H-Smart -এ কোন কোন নতুন ফিচার দেওয়া হবে?

Honda বাইক এবং স্কুটার ইন্ডিয়া সম্প্রতি একটি স্মার্ট কী ফিচার সহ Activa (110cc) লঞ্চ করেছে। যার নাম Activa H-Smart। এতে বহু নতুন ফিচার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ctiva (110cc)-এর মতো Activa 125-এও অনেক ফিচার থাকবে। এতে SmartUnlock ফিচারও থাকবে, যা আপনাকে ফুয়েল ফিলার ক্যাপ আনলক করতে, হ্যান্ডেলবারটি আনলক করতে এবং আন্ডার-সিট স্টোরেজ আনলক করতে সাহায্য করবে। আপনি স্কুটারে চাবি না দিয়েই এই সমস্ত কাজ করতে পারবেন। এর SmartSafe ফিচারটিও খুবই উপকারী, এটি স্কুটারটিকে নিরাপদ রাখতে সাহায্য করে।

এই ধরনের ফিচার সাধারণত দামি গাড়িতে পাওয়া যায়। ইলেকট্রনিক কী ছাড়াও, Activa 125 H-Smart রিয়েল-টাইম মাইলেজ, ফুয়েল শেষ হওয়া পর্যন্ত রেঞ্জ এবং গড় মাইলেজও ডিসপ্লেতে শো করবে। এই সমস্ত ফিচার সম্পর্কে কোম্পানির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে জানা গিয়েছে।

এতে আপনি স্মার্টফাইন্ড ফিচারও পাবেন, এই ফিচারটি আপনাকে বলে দেবে আপনার স্কুটারটি কোথায় পার্ক করা আছে। এর সবথেকে বড় সুবিধা হল আপনি একটি বড় পার্কিং লটে আপনার স্কুটারটিকে সহজেই খুঁজে পাবেন।