পাঁচ হাজারেই প্রি বুকিং, আসছে এপ্রিলিয়া এসএক্সআর ১৬০?
সংস্থার তরফে এই বিষয়ে এখনও পাকাপাকি ভাবে কিছু জানান না হলেও সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি বেশ কয়েক জন এপ্রিলিয়া ডিলার প্রিবুকিং নেওয়া শুরু করে দিয়েছেন।
TV9 বাংলা ডিজিটাল: ডিসেম্বরেই বাজারে আসতে চলেছে এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ ( Aprilia SXR-160), খবর তেমনটাই। সংস্থার তরফে এই বিষয়ে এখনও পাকাপাকি ভাবে কিছু জানান না হলেও সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি বেশ কয়েক জন এপ্রিলিয়া ডিলার প্রিবুকিং নেওয়া শুরু করে দিয়েছেন। বুকিং শুরু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা থেকেই।
এই ম্যাক্সি স্কুটারে থাকবে এলইডি হেড লাইট, থাকবে লকযুক্ত গ্লোভবক্স। এ ছাড়াও সুবিধে থাকবে স্মার্টফোন কানেকটিভিটি’রও। এ বছরের শুরুতেই ফেব্রুয়ারি নাগাদ এই নয়া ম্যাক্সি স্কুটারটির আত্মপ্রকাশ করার কথা ছিল। কিন্তু অতিমারি এবং লকডাউন সে প্ল্যান ভেস্তে দেয়। অবশেষে আবার আসছে তারা।
View this post on Instagram
এলইডি হেড লাইট এবং স্মার্টফোন কানেকটিভিটি ছাড়াও এই স্কুটারের ইঞ্জিন থাকবে ১৬০ সিসি’র যা সর্বোচ্চ ১১ বিএইচপি পাওয়ার আর ১২ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। শোনা যাচ্ছে, এই স্কুটারে থাকতে পারে ডিস্ক ব্রেক, ইউএসবি পোর্টও। দাম কত হতে পারে সে বিষয়ে কোম্পানির তরফে এখনও কিছু জানান না হলেও অটো মোবাইল বিশেষজ্ঞদের অনুমান, সংস্থা এর দাম রাখতে পারে ১ লক্ষ ১৫ হাজার থেজে ১ লক্ষ ২৫ হাজারের আশেপাশে।