Ola-র ঘুম কেড়ে BGAUSS নিয়ে এল C12i Ex ইলেকট্রিক স্কুটার, 1 লাখেরও কম দামে 85 কিলোমিটার রেঞ্জ
BGAUSS C12i Ex একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার। পাওয়ারের জন্য দেওয়া হয়েছে LFP কেমিস্ট্রি সহযোগে একটি রিমুভেবল 2kWh ব্যাটারি। এই ইলেকট্রিক স্কুটারের দুটি মোড থাকছে- যার একটি হিল-হোল্ড এবং অপরটি লো ব্যাটারি মোড।
Latest E-Scooter: দেশি ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা BGAUSS একটি নতুন ই-স্কুটার লঞ্চ করেছে, যার দাম 99,999 টাকা (এক্স-শোরুম)। বৈদ্যুতিক স্কুটারের নাম BGAUSS C12i Ex। এটি একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার। সংস্থার ঝুলিতে ইতিমধ্যেই যে C12i MAX রয়েছে (যার এক্স-শোরুম প্রাইস 1,26,513 টাকা), তার নিচে রাখা হয়েছে নতুন স্কুটারটিকে। BGAUSS আশা করছে, লঞ্চের তিন মাসের মধ্যেই যেখানে C12i MAX ব্যাপক সাড়া ফেলে 6,000 কাস্টমারের কাছ থেকে বুকিং পেয়েছিল, নতুন প্রিমিয়াম স্কুটার অর্থাৎ BGAUSS C12i Ex এর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হতে চলেছে।
BGAUSS C12i Ex ইলেকট্রিক স্কুটারে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে LFP কেমিস্ট্রি সহযোগে একটি রিমুভেবল 2kWh ব্যাটারি। সংস্থাটি দাবি করছে, এই ব্যাটারি প্যাকটি ওয়াটারপ্রুফ, সম্পূর্ণ ভাবে চার্জ হতে সময় নেয় মাত্র 3 ঘণ্টা। আর সেই ব্যাটারি যখন ফুল চার্জড থাকে, তখন ইলেকট্রিক স্কুটারটি 85 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারি পেয়ার করা রয়েছে একটি হাব-মাউন্টেড মোটরের সঙ্গে, যা 3.3 bhp এবং 10.7 kgm টর্ক দিতে পারে। এর ফলে স্কুটারটি সর্বাধিক 60 km/h স্পিডে ট্রাভেল করতে পারে।
ডিজ়াইনের দিক থেকে BGAUSS C12i Ex ই-স্কুটারের বাইরের অংশটি খুবই সাধারণ রাখা হয়েছে। ডুয়াল টোন পেইন্ট স্কিম রয়েছে এতে। এছাড়া রয়েছে রাউন্ড হেডলাইট ডিজ়াইন। তার ফলেই স্কুটারটি একটি রেট্রো অ্যাপিল পেয়েছে। ফিচার্সের দিক থেকে BGAUSS এর নতুন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এটুকু জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারের দুটি মোড থাকছে- যার একটি হিল-হোল্ড এবং অপরটি লো ব্যাটারি মোড। এদের মধ্যে লো ব্যাটারি মোডের মডেলটিতে স্পিডও বেশ কম 20km/h। তবে সুবিধাজনক বিষয়টি হল, লো ব্যাটারি থাকার ফলে স্কুটারটিতে খুব কমই চার্জ দেওয়ার প্রয়োজন হবে।
নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে BGAUSS এর প্রতিষ্ঠাতা ও সিইও হেমন্ত কাবরা বলছেন, “100% মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক স্কুটারটি এমনই ক্ষমতাসম্পন্ন, যা নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের ই-স্কুটারগুলির সঙ্গে টক্কর দিতে পারে। C12i MAX স্কুটারটিকে মানুষ যে ভাবে পছন্দ করেছেন, তাতে আমরা আমাদের কাস্টমারদের ধন্যবাদ জানাতে চাই। অনেক মানুষ আমাদের গ্রিন মোবিলিটি সলিউশনকে সমর্থন করেছেন।”
তিনি আরও যোগ করে বলছেন, “আমরা আশাবাদী যে, আমাদের লেটেস্ট এডিশন অর্থাৎ C12i MAX ই-স্কুটারটিও বহু মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবে। 2023 সালের 19 সেপ্টেম্বর পর্যন্ত এই বিদ্যুচ্চালিত স্কুটারটি 99,999 টাকায় পাওয়া যাবে।” অর্থাৎ 19 সেপ্টেম্বরের পরে স্কুটারটি আর এই দামে পাওয়া যাবে না।