জনপ্রিয় Passion Pro বন্ধ করে দিল Hero MotoCorp, রয়েছে সস্তার আর এক বিকল্প
Hero Passion Pro কমিউটার মোটরসাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হল। HT Auto-র একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে ডিলারশিপ সর্বত্র এই বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে।
Hero MotoCorp তার একটি জনপ্রিয় মোটরবাইক তুলে নিল। Hero Passion Pro কমিউটার মোটরসাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হল। HT Auto-র একটি রিপোর্ট অনুযায়ী, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে ডিলারশিপ সর্বত্র এই বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়নি, সাময়িকের জন্য নাকি এক্কেবারে চিরতরে এই Hero Passion Pro বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে কি না। এদিকে আবার Passion ভক্তদের একটা বড় অংশ এখন বাইকটির এক্কেবারে নতুন প্রজন্ম Passion XTEC কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে, এই বাইকটিকেই আরও মান্যতা দিতে কোম্পানি তার আগের মডেলটি তুলে নিতে চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
Hero Passion Pro-র দাম ছিল 85,000 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ড্রাম এবং ফ্রন্ট ডিস্ক এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যেত বাইকটি। পাওয়ারের জন্য বাইকটিতে রয়েছে 113.2 cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা 9 bhp এবং 9.89 Nm পিক টর্ক দিতে পারে, যা পেয়ার করা ছিল একটি ফোর-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। Hero-র বিভিন্ন বাইকের লাইনআপে মোটরসাইকেলটি একসময় সর্বাধিক বিক্রিত মডেল হিসেবে উঠে এসেছিল, Splendor এর ঠিক পরেই ছিল এই বাইকটি।
এদিকে আবার Hero Passion XTEC এর বেশির ভাগ ফিচারই Passion Pro-র মতো। অতিরিক্ত উপাদানের মধ্যে রয়েছে LED হেডল্যাম্প, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ও তার সঙ্গে কল এবং SMS অ্যালার্ট। Passion XTEC বাইকটিতে এখন রয়েছে USB চার্জিং এবং সাইড-স্ট্যান্ড কাট-অফ সেন্সর। মোটরসাইকেলটির পাওয়ারের জন্য আগের মতো একই 113.2 cc ইঞ্জিন। নতুন Passion XTEC বাইকের দাম শুরু হচ্ছে 80,038 টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে।
যে সব বাইকপ্রেমীরা আরও সহজতর এবং বেসিক কমিউটার মোটরসাইকেলের খোঁজ করছেন, তাঁদের জন্য চমৎকার হতে পারে নতুন Hero Passion Plus বাইকটি। পাওয়ারের জন্য এতে রয়েছে 97.2 cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যা 7.91 bhp এবং 8.05 Nm পিক টর্ক দিতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা রয়েছে 4-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। বাইকটি ইক্যুইপ করা রয়েছে একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের সঙ্গে। রয়েছে সাইড-স্ট্যান্ড কাট-অফ সেন্সর, ইউএসবি চার্জিং এবং Hero-র i3S স্টার্ট-স্টপ টেকনোলজি রয়েছে এতে, যা আরও পরিণত ফুয়েল এফিসিয়েন্সি দিতে পারে। Hero Passion Plus বাইকের দাম শুরু হচ্ছে 76,301 টাকা (এক্স-শোরুম) থেকে।