Ola S1 Air-এ বিরাট অফার, 15 অগস্ট পর্যন্ত 10,000 টাকার ছাড়
Ola S1 Pro এর মতো একই প্ল্যাটফর্ম ব্যবহার করছে S1 Air ই-স্কুটার, যাতে রয়েছে একটি 3 kWh ব্যাটারি। একচার্জে স্কুটারটি 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর রয়েছে, যা 6 hp পিক পাওয়ার দিতে পারে।
বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Ola Electric সম্প্রতি তার নতুন স্কুটার নিয়ে এসেছে দেশের বাজারে। সেই Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, অগস্ট মাস থেকেই এই ই-স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে। এর মধ্যেই আবার ওলা ইলেকট্রিক এই স্কুটারের জন্য একটি বড় অফার ঘোষণা করল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 15 অগস্ট, 2023 পর্যন্ত Ola S1 Air ইলেকট্রিক স্কুটারটি 1.1 লাখ টাকায় ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Ola Electric সিইও ভাবিশ আগরওয়াল এদিন তাঁর টুইটার হ্যান্ডেল থেকে দাবি করেছেন, “S1 Air এর চাহিদা এর মধ্যেই আমাদের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। অনেকেই আমাদের কাছে অনুগ্রহ করছিলেন, 1.1 লাখ টাকার অফারটি রিজ়ার্ভাররা ব্যতিরেকে সকলের জন্যই চালু করতে। এই অফারটিই আমরা রবিবার রাত 8টা থেকে শুরু করে 15 অগস্ট দুপুর 12টা পর্যন্ত চালু রাখব। এদিন মধ্যরাত পর্যন্ত আমাদের স্টোর ওপেন থাকবে। গ্রাহককুলের ব্যাপক চাহিদা, কেনার দ্রুততা এবং তড়িঘড়ি ডেলিভারি এখন সকলের চাহিদার বিষয় হয়ে উঠেছে।”
এমনিতে Ola S1 Air স্কুটারের দাম 1.09 লাখ টাকা (এক্স-শোরুম)। স্কুটারটি ইতিমধ্যেই যে সব ওলার কমিউনিটি মেম্বাররা বুক করে রেখেছেন, তাঁদের জন্য অফারে এই দাম ধার্য করা হয়েছে। নতুন ক্রেতাদের জন্য S1 Air ইলেকট্রিক স্কুটারে অতিরিক্ত 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। Ola S1 Pro এর মতো একই প্ল্যাটফর্ম ব্যবহার করছে S1 Air ই-স্কুটার, যাতে রয়েছে একটি 3 kWh ব্যাটারি। একচার্জে স্কুটারটি 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর রয়েছে, যা 6 hp পিক পাওয়ার দিতে পারে। ইলেকট্রিক স্কুটারটি 3.3 সেকেন্ডের মধ্যেই 0-40 kmph স্পিড তুলতে পারে এবং এর সর্বাধিক স্পিড 90 kmph।
সাসপেনশন ডিউটির দিক থেকে Ola S1 Air স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার। ব্রেকিং ডিউটির জন্য এই স্কুটারে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে সামনে এবং পিছনে। গত 28 জুলাই থেকে Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের পারচেজ় উইন্ডো খুলেছে কমিউনিটি মেম্বারদের জন্য। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই 3000 ইউনিট S1 Air বুকিং হয়ে গিয়েছে পারচেজ় উইন্ডো খোলার কয়েক ঘণ্টার মধ্যেই।