Honda Elevate গাড়িটির বুকিং শুরু হয়ে গেল, মাত্র 21,000 টাকা দিলেই বুক করতে পারবেন
Honda Elevate গাড়িটি ভারতে রাস্তায় দৌড়বে 1.5 লিটারের, ফোর-সিলিন্ডার, ন্যাচেরিলা অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন অপশনে। এই ইউনিটটি সর্বাধিক 120bhp ম্যাক্স পাওয়ার এবং 145Nm পিক টর্ক জেনারেট করতে পারবে।
Honda Elevate Booking: কয়েক দিন আগেই Honda তার ফিচার লোডেড Elevate গাড়িটির এক ঝলক দেখিয়েছে। তারপর থেকেই সেই Honda Elevate নিয়ে চতুর্দিকে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছে। এর আগেই একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, 3 জুলাই থেকে গাড়িটির বুকিং শুরু হবে। সেরকমটা হলে সোমবার থেকেই গাড়িটির বুকিং শুরু হয়ে যাওয়ার কথা। জানা গিয়েছে, টোকেন অ্যামাউন্ট হিসেবে 21000 টাকা দিলেই এই SUV বুক করতে পারবেন কাস্টমাররা। যদিও কোম্পানির তরফ থেকে গাড়িটির দাম এখনও জানানো হয়নি। চলতি বছরের অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই গাড়িটির একাধিক জরুরি তথ্য সম্পর্কে Honda জানাতে চলেছে বলেই খবর।
কিছু-কিছু রিপোর্ট থেকে আবার এ-ও জানা গিয়েছে, জুলাই মাসের শেষেই Honda Elevate গাড়িটি অথোরাইজ়ড শোরুমগুলির কাছে পৌঁছে যাবে। এখন তাই যদি হয়, তাহলে অগস্ট বা সেপ্টেম্বরের শুরু থেকে এই SUV-র টেস্ট ড্রাইভও শুরু হয়ে যাবে।
Honda Elevate: বিভিন্ন মডেল
গাড়িটির একাধিক তথ্য শেয়ার করা হয়েছে বেশ কিছু ডিলারশিপের তরফে। সেখান থেকে জানা গিয়েছে, এই Honda Elevate গাড়িটি অফার করা হতে পারে মোট চারটি মডেলে। সেগুলি হল Honda Elevate-এর SV, V, VX এবং ZX ভ্যারিয়েন্ট। স্ট্যান্ডার্ড হিসেবে এই গাড়িটি ফিচার করা হবে একটি ম্যানুয়াল গিয়ারবক্সে। অন্য দিকে অটোমেটিক ট্রান্সমিশন থাকবে কেবলই গাড়িটির হাই-এন্ড ভ্যারিয়েন্টে।
Honda Elevate: ইঞ্জিন
Honda Elevate গাড়িটি ভারতে রাস্তায় দৌড়বে 1.5 লিটারের, ফোর-সিলিন্ডার, ন্যাচেরিলা অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন অপশনে। এই ইউনিটটি সর্বাধিক 120bhp ম্যাক্স পাওয়ার এবং 145Nm পিক টর্ক জেনারেট করতে পারবে। গাড়িটি পেয়ার করা হতে পারে একটি 6 স্পিডের ম্যানুয়াল অথবা একটি অপশনাল 7 স্টেপ CVT গিয়ারবক্সের সঙ্গে। যাঁরা এই গাড়ির পেট্রল-হাইব্রিড পাওয়ারট্রেনের জন্য অপেক্ষা করছেন, তাঁদের একটু আশাহতই হতে হবে। কারণ, আপাতত এই পাওয়ারট্রেনের মডেল লঞ্চের কোনও পরিকল্পনা কোম্পানির নেই।
Honda Elevate: সাইজ়
গাড়ির সাইজ়ের আন্দাজ যদি খুব সহজে করতে চান, তাহলে এটি আকারে অনেকটাই Creta এবং SELTOS এর মতো। এই Honda Elevate গাড়িটি প্রস্থে 1,790 মিমি, দৈর্ঘ্যে 4,312 মিমি, উচ্চতায় 1,650 মিমি এবং তার হুইলবেস 2,650 মিমি।