কম দামি MG Comet EV-র স্টিয়ারিংয়ে Apple iPod-এর ছোঁয়া, এপ্রিলের শেষেই ভারতে
MG Comet ইলেকট্রিক গাড়িতে টু-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দেওয়া হচ্ছে। MG-র তরফ থেকে সম্প্রতি তা জানানো হয়েছে। এই স্টিয়ারিং হুইল আপনাকে Apple iPod-এর কথা মনে করিয়ে দেবে। তার কারণ, স্টিয়ারিং হুইলে যে বাটনগুলি দেওয়া হয়েছে, সেগুলি হুবহু Apple iPod-এর মতো দেখতে।
MG Motor ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে। সেই গাড়ির নাম MG COMET EV। এই আসন্ন ইলেকট্রিক ভেহিকল নিয়ে মানুষের উন্মাদনা এতটাই বেশি যে, গাড়িটির একাধিক ফিচার ও স্পেসিফিকেশন তাঁদের একপ্রকার ঠোটস্থ হয়ে গিয়েছে। তবে গাড়িটি লঞ্চের কয়েক প্রহর আগেই তার অনন্য স্টিয়ারিং হুইলের এক ঝলক দেখাল সংস্থাটি। সূত্রের খবর, তিন-দরজার এই MG Comet EV ভারতে লঞ্চ করতে পারে চলতি মাসের শেষ দিকে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটির দাম ভারতের বাজারে 10-15 লাখ টাকার মধ্যে হবে।
MG Comet EV: স্টিয়ারিং হুইলে বিশেষ চমক
নতুন MG Comet ইলেকট্রিক গাড়িতে টু-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দেওয়া হচ্ছে। MG-র তরফ থেকে সম্প্রতি তা জানানো হয়েছে। এই স্টিয়ারিং হুইল আপনাকে Apple iPod-এর কথা মনে করিয়ে দেবে। তার কারণ, স্টিয়ারিং হুইলে যে বাটনগুলি দেওয়া হয়েছে, সেগুলি হুবহু Apple iPod-এর মতো দেখতে। আর সেখান থেকে বিষয়টি পরিষ্কার যে, গাড়িটির স্টিয়ারিং হুইলের বাটনগুলি ব্যাপক ভাবে Apple iPod দ্বারা অনুপ্রাণিত।
মনে করা হচ্ছে, আসন্ন এই MG EV-তে 10.25 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.25 ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং কানেক্টেড কার টেকনোলজি দেওয়া হবে। এদিকে আপনি যদি গাড়িটির এক্সটিরিয়ার ডিজ়াইনটি দেখেন, তাহলে লক্ষ্য করবেন MG Comet EV যেন অনেকটাই Wuling Air EV-র রিব্যাজড বা রিব্র্যান্ডেড ভার্সন। প্রসঙ্গত, এই Wuling Air EV বিক্রয় করা হয় ইন্দোনেশিয়ার মার্কেটে।
একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, MG Comet EV-তে 50kW মোটর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে 25kWh ব্যাটারির সঙ্গে। পাশাপাশি এ-ও জানা গিয়েছে, MG Comet EV এক চার্জে 250km থেকে 300km পর্যন্ত দৌড়তে পারবে। এই গাড়িটি টক্কর দিতে চলেছে Tata Tiago EV এবং Citroen e-C3 কে। তাদের মধ্যে Tiago EV-র দাম শুরু হচ্ছে 8.69 টাকা থেকে এবং শেষ হচ্ছে 11.99 লাখ টাকায়। আবার e-C3 গাড়িটির দাম 11.50 লাখ টাকায় শুরু হয়ে তা 12.43 লাখ টাকা পর্যন্ত যাচ্ছে তার হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম।
এখন এই সেগমেন্টে ভারতে এই প্রাইস ক্যাটেগরির মধ্যে MG Comet EV কতটা ঝড় তুলতে পারে, সেটাই দেখার।