Gemopai Ryder SuperMax: চমৎকার ই-স্কুটার নিয়ে এল Gemopai, মাত্র 79,999 টাকায় 100 কিলোমিটার রেঞ্জ
Gemopai Ryder SuperMax স্কুটারের দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। একটাই মাত্র ভ্যারিয়েন্টে এই স্কুটারটি পাবেন আপনি। এর দাম-সহ ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।
Electric Scooter: নয়ডার ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ Gemopai ভারতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে, যার নাম Gemopai Ryder SuperMax। এই ই-স্কুটারটি দেশের বাজারে এখন একটি ভ্যারিয়েন্ট এবং ছয়টি কালার মডেলে পাওয়া যাচ্ছে। 1600W মোটরের এই Ryder SuperMax স্কুটারটি অত্যন্ত শক্তিশালী। এমনই একটি ব্রেকিং সিস্টেম এই ই-স্কুটারে দেওয়া হয়েছে, যা ইলেকট্রনিক্যালি অ্যাসিস্টেড। স্কুটারটির ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক রয়েছে। Gemopai Ryder SuperMax ইলেকট্রিক স্কুটারের দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Gemopai Ryder SuperMax: মোটর ও ব্যাটারি
এই ইলেকট্রিক স্কুটারে 1.8kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। নতুন Gemopai স্কুটারের পাওয়ারের দিকটি নিশ্চিত করছে এই ব্যাটারি। এই ব্যাটারির ক্যাপাসিটি 60 V / 30 Ah। তিন বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে ব্যাটারির সঙ্গে। রয়েছে BLDC মোটর। এই মোটরের পাওয়ার 2700 W Peak। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Gemopai Ryder SuperMax ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ 100 কিলোমিটার। অর্থাৎ এক চার্জে স্কুটারটি 100Km দৌড়তে পারে। এছাড়া এর টপ স্পিড 60 কিলোমিটার প্রতি ঘণ্টা।
Gemopai Ryder SuperMax: ফিচার্স
টেলিস্কোপিক ফর্ক এবং টুইন শক অ্যাবজ়র্বার দেওয়া হয়েছে রাইডার সুপারম্যাক্স স্কুটারে। এতে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক রয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি 10 ইঞ্চির অ্যালয় হুইল। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে একাধিক ফিচার রিমোট উপায়ে ব্যবহার করা যায়।
Gemopai Ryder SuperMax: কত দাম স্কুটারের?
Gemopai Ryder SuperMax স্কুটারের দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। একটাই মাত্র ভ্যারিয়েন্টে এই স্কুটারটি পাবেন আপনি।
300 আউটলেট খুলতে চলেছে Gemopai
Gemopai চলতি বছরের শেষের মধ্যে এক লাখ ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। নয়ডার ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটি দেশের বিভিন্ন প্রান্তে 300টি ডিলারশিপ খোলার প্ল্যান করেছে। সেখানে থাকবে 3S কনফিগারেশন। এর অর্থ হল, স্কুটারগুলি সেখান থেকে সেলস, সার্ভিসিং, স্পেয়ার পার্টস-সহ একাধিক বিষয়ের দেখভাল করা হবে ওই ডিলারশিপগুলি থেকেই। কোম্পানির সমস্ত অথরাইজ়ড ডিলারশিপগুলি এই পরিষেবা দেবে।
প্রডাক্ট পোর্টফোলিও খুলছে Gemopai
নয়ডার সংস্থাটি দেশের বাইরে তাদের উপস্থিতি আরও বাড়াতে বদ্ধপরিকর। প্রতিবেশী রাষ্ট্র নেপালে Gemopai তাদের আউটলেট খুলতে চলেছে। সেই সঙ্গেই আবার সংস্থাটি তাদের প্রডাক্ট পোর্টফোলিও-ও বাড়াতে চলেছে একাধিক প্রাইস ক্যাটেগরি ও রেঞ্জের মডেল লঞ্চ করে। পরবর্তী কোয়ার্টারে সংস্থাটি তিনটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে।