Okinawa Okhi-90 ই-স্কুটারের নতুন ভার্সন হাজির, এক চার্জে 160 kms রেঞ্জ, দাম 1.86 লাখ টাকা

2023 Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারের দাম 1.86 লাখ টাকা (এক্স-শোরুম)। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই এই ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে। ই-স্কুটারটি এক চার্জে 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এর সর্বাধিক স্পিড 80-90 kmph।

Okinawa Okhi-90 ই-স্কুটারের নতুন ভার্সন হাজির, এক চার্জে 160 kms রেঞ্জ, দাম 1.86 লাখ টাকা
দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে এল ওকিনাওয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 7:30 PM

Latest Electric Scooter: ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Okinawa একটি চমৎকার বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে। তবে সেই মডেলটি আগেই ছিল, এখন তার আপগ্রেডেড ভার্সন হাজির হল। সেটি হল Okinawa Okhi-90। অল-নিউ ইলেকট্রিক স্কুটারটিতে এক্কেবারে নতুন ব্যাটারি প্যাক রয়েছে, যা প্রযুক্তির দিক থেকে বিভিন্ন আপগ্রেডের সঙ্গে ইক্যুইপ করা রয়ছে।

2023 Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারের দাম 1.86 লাখ টাকা (এক্স-শোরুম)। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই এই ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে। গত বছরই সংস্থাটি Okhi-90 ইলেকট্রিক স্কুটারটি দেশের বাজারে নিয়ে আসে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, প্রায় 10,000 এরও বেশি ইউনিট বিক্রি হয়েছে এই বিদ্যুচ্চালিত স্কুটার।

Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি ব্যাটারি। এই ব্যাটারির উপরে ভর করে ই-স্কুটারটি এক চার্জে 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। একটি মাইক্রো চার্জারও দেওয়া হচ্ছে স্কুটারটির সঙ্গে। এছাড়া এর সর্বাধিক স্পিড 80-90 kmph।

স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175mm। এটি ইক্যুইপ করা রয়েছে একটি অটো-কাট ফাংশনের সঙ্গে এবং একটি ইলেকট্রনিক অ্যাসিস্টেড ব্রেকিং সিস্টেম বা E-ABS অফার করছে। লেটেস্ট মডেলে যে নতুন ফিচারগুলি যোগ করা হয়েছে, তার মধ্যে রয়েছে একটি এনকোডার-বেসড মোটর, একটি ডিজিটাল স্পিডোমিটার, অ্যান্টি থেফট অ্যালার্ম, জিপিএস নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি।

Okinawa Connect অ্যাপের মাধ্যমে এই স্কুটারটি আপনি স্মার্টফোনের সঙ্গে পেয়ার করে রাখতে পারেন। অর্থাৎ কাস্টমাররা রিমোট উপায়েও এই ইলেকট্রিক স্কুটার কন্ট্রোল করতে পারবেন রিয়্যাল টাইম ব্যাটারি আপডেট এবং স্পিড মনিটর করার জন্য। Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারটি আপনি এখন মোট চারটি কালার অপশনে পেয়ে যাবেন- লাল, নীল, গ্রে এবং সাদা। মাত্র 4-5 ঘণ্টার মধ্যেই ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ রূপে চার্জ হতে পারে।

সুরক্ষা ফিচারের দিক থেকে 2023 Okinawa Okhi-90 ইলেকট্রিক স্কুটারটিকে ঢেলে সাজানো হয়েছে। বেশ কিছু ইন্টেলিজেন্স ফিচার্স রয়েছে এতে। যে সব জায়গায় স্কুটার পার্ক করা খুবই মুশকিলের ব্যাপার, সেখানে খুব সহজেই এই ইন্টেলিজেন্ট ফিচারের মাধ্যমে ব্যাকওয়ার্ডে মুভ করা যাবে। তাছাড়া স্কুটারটি ভাইব্রেশন বুঝতে পারে যখন তা পার্ক করা থাকে এবং ট্যাম্পার করা হলে সেটাও ডিটেক্ট করতে পারে। তাছাড়া স্কুটারটি কেউ চুরি করার চেষ্টা করলে অ্যান্টি-থেফট অ্যালার্ম বাজতে শুরু করবে।