জুলাইতে আরও একটা নতুন E-Scooter নিয়ে আসছে Ola, দাম হবে বেশ কম, সঙ্গে ফাটাফাটি ফিচার্স
Ola Electric Scooter New Model: Ola দেশের বাজারে ফের একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। #EndIceAge শীর্ষক হ্যাশট্যাগে নতুন মডেলটি টিজ়ও করেছে কোম্পানি। তবে, সেই নতুন মডেলটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সেরকম কোনও তথ্য জানা যায়নি। কেবলই ইঙ্গিত মিলেছে যে, মডেলটি জুলাই মাসেই লঞ্চ করে যাবে।
Ola Electric ফের একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে দেশের বাজারে। কোম্পানির ঝুলিতে ইতিমধ্যেই দুটি ই-স্কুটার রয়েছে- Ola S1 Pro এবং Ola S1 Air। এবার সংস্থাটি আর একটি নতুন মডেল লঞ্চ করছে। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চিফ এগজ়িকিউটিভ অফিসার ভাবিশ আগরওয়াল নিজে এই ঘোষণা করেছেন। আসন্ন ওলা ইলেকট্রিক স্কুটারের তিনি একটি টিজ়ারও প্রকাশ করেছেন।
ভাবিশ তার টুইটে লিখছেন, ‘জুলাই মাসে আমরা আমাদের পরবর্তী প্রডাক্টের ঘোষণা করতে চলেছি। একে আমরা বলছি #endICEAge শো, পার্ট ওয়ান! শোয়ের এই বিভাগটি স্কুটারের আইস এজ শেষ করবে! S1 Pro, S1 Air-এর পর এবার XXXX আসছে। সেটাই এখন নতুন প্রোডাক্ট হতে চলেছে।’ তবে ওলার আসন্ন ইলেকট্রিক স্কুটারটি কেমন হতে চলেছে, তার লুক, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে, কোম্পানির ঝুলিতে ইতিমধ্যেই যে ই-স্কুটারগুলি রয়েছে, তাদের ট্যুরার ভার্সন বা ভ্রমণকারী সংস্করণ হতে চলেছে সেই মডেলটি।
Announcing our next product event in July. Calling it the #endICEAge show, Part 1!
Part 1 of the show would end ICE age in scooters! With S1 Pro, S1 Air and … XXXX ??
And maybe one more thing!? pic.twitter.com/7Qz5JRg9I7
— Bhavish Aggarwal (@bhash) June 19, 2023
এদিকে Ola সম্প্রতি তাদের ইলেকট্রিক স্কুটারগুলির দাম বাড়িয়েছে। তাদের ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ S1 Pro-র দাম এখন 1.40 লাখ টাকা এবং বেস মডেল S1-এর দাম 1.30 লাখ টাকা। অন্য দিকে আবার চলতি বছরের জুলাই মাস থেকেই সংস্থার আর একটি ইলেকট্রিক স্কুটার Ola S1 Air-এর ডেলিভারি শুরু হবে। তবে, S1 Air-এর 2 kWh এবং 4 kWh ব্যাটারি ভার্সনগুলি আর পাওয়া যাবে না। এখন এই ই-স্কুটারটি কেবলই 3 kWh ভার্সনে পাওয়া যাবে বলে জানিয়েছে ওলা ইলেকট্রিক।
3 kWh ভার্সনের Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম 1.10 লাখ টাকা (এক্স-শোরুম, FAME-II সাবসিডির পরে)। এক চার্জে 125 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে Ola S1 Air এবং তার সর্বাধিক গতি 85 কিলোমিটার প্রতি ঘণ্টা, যদি তা 4.5 kW মোটর দ্বারা চালিত হয়। ওলা ইলেকট্রিকের যে গুটিকয়েক স্কুটার রয়েছে, তাদের মধ্যে এটিই সবথেকে সস্তার মডেল। ইলেকট্রিক স্কুটারটি কয়েকদিন আগে লঞ্চ হলেও তার ডেলিভারি যে 2023 সালের জুলাই মাসেই শুরু হবে তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সংস্থার তরফ থেকে।
আরও একটা খুশির খবর হল, ইভি প্রস্তুতকারক সংস্থাটি তাদের ই-স্কুটারগুলির প্রাইস পয়েন্ট কমানোর চিন্তাভাবনা করছে। তবে তা তখনই সম্ভব হবে, যখন কোম্পানি আরও অন্তত তিন থেকে চারটি নতুন মডেল মার্কেটে নিয়ে আসবে বলে জানা গিয়েছে।