Tata Nexon Facelift-এ থাকছে 360 ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল স্টিয়ারিং লোগো, 14 সেপ্টেম্বর ভারতে

Tata Nexon Facelift: জরুরি ফিচার্সের মধ্যে এই গাড়িতে থাকছে 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, একটি বড় 10-25 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং গাড়ির স্টিয়ারিং হুইলে রয়েছে একটি ডিজিটাল লোগো। আর এই সব ফিচার্স থাকার ফলে গাড়িটির কেবিন একটি প্রিমিয়াম লুক পেতে চলেছে।

Tata Nexon Facelift-এ থাকছে 360 ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল স্টিয়ারিং লোগো, 14 সেপ্টেম্বর ভারতে
টাটা নেক্সন এবার ফেসলিফ্ট অবতারে আসছে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 7:32 PM

এই মুহূর্তে দেশের সর্বাধিক বিক্রিত SUV-র নাম কি জানেন? সেই গাড়িটি হল Tata Nexon। এবার জনপ্রিয় সেই SUV নতুন ফেসলিফ্ট অবতারে ভারতের বাজারে ঝড় তুলতে প্রস্তুত। Tata Nexon এবং Nexon EV এই দুটি গাড়িরই ফেসলিফ্ট ভার্সন দেশে লঞ্চ করা হবে আগামী 14 সেপ্টেম্বর। তবে তার আগে এই ফেসলিফ্ট ভার্সনের একাধিক স্পাই শট প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই গাড়িটির ইন্টিরিয়ার, এক্সটিরিয়ার এবং একাধিক ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এবার Nexon Facelift গাড়িতে এমনই কিছু আকর্ষণীয় ফিচার্স দেওয়া হচ্ছে, যা তার প্রতিযোগীদের কয়েক গোল দিতে চলেছে। জরুরি ফিচার্সের মধ্যে এই গাড়িতে থাকছে 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, একটি বড় 10-25 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং গাড়ির স্টিয়ারিং হুইলে রয়েছে একটি ডিজিটাল লোগো। আর এই সব ফিচার্স থাকার ফলে গাড়িটির কেবিন একটি প্রিমিয়াম লুক পেতে চলেছে।

এদিকে আবার জল্পনা চলছে, এই গাড়ির একাধিক ফিচার্স সীমিত থাকবে কেবল টপ-স্পেক ভ্যারিয়েন্টের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল, স্টিয়ারিংয়ের ডিজিটাল লোগোটি এক্সক্লুসিভলি টপ-স্পেক ভ্যারিয়েন্টের জন্যই দেওয়া হচ্ছে। অন্য দিকে লোয়ার-স্পেক ভ্যারিয়েন্টগুলিতে থাকছে বড় 10.25 ইঞ্চি স্ক্রিনের পরিবর্তে 7 ইঞ্চির টাচস্ক্রিন।

এই মুহূর্তে বাজারে যে Tata Nexon গাড়িটি রয়েছে, তারও উল্লেখযোগ্য বেশ কিছু ফিচার্স দেওয়া হবে Facelift ভার্সনটিতেও। সেই সব ফিচারের মধ্যে রয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জার, লেদারেট আপহলস্ট্রি, অটো ডিমিং IRVM, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, কানেক্টেড কার প্রযুক্তি এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

আগের মতোই নতুন Tata Nexon Facelift গাড়িতে রয়েছে 1.5 লিটারের টার্বো ডিজ়েল ইঞ্জিন অপশন, যা 6-স্পিড MT এবং 6-স্পিড AMT গিয়ারবক্সের সাহায্যে কাজ করবে। তবে, গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি এই গাড়ির একটি নতুন 1.2 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন এবং একটি নতুন গিয়ারবক্স অপশন দিতে চলেছে। নতুন ভার্সনর বড়সড় পরিবর্তনের মধ্যে এটি একটি।

এখন প্রশ্ন হচ্ছে, কত দাম হতে পারে এই গাড়ির? সূত্রের খবর, Tata Nexon Facelift গাড়িটির দাম হবে 8 লাখ টাকা থেকে 15 লাখ টাকার মধ্যে। Maruti Suzuki Brezza, Kia Sonet, Mahindra XUV300, Hyundai Venue-র মতো একাধিক গাড়ির সঙ্গে টক্কর দিতে চলেছে নেক্সনের এই ফেসলিফ্ট ভার্সনটি।