Tata Nexon ছুঁল 5 লাখ ইউনিটের মাইলফলক, গাড়িটির 6 বছরের সফর সম্পর্কে জেনে নিন

5 লাখ-তম Tata Nexon তৈরি করে ফেলল Tata Motors, যা সংস্থার কাছে এক বিরাট মাইলফলক। 2017 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত গাড়িটির দীর্ঘ সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Tata Nexon ছুঁল 5 লাখ ইউনিটের মাইলফলক, গাড়িটির 6 বছরের সফর সম্পর্কে জেনে নিন
5 লাখ তম টাটা নেক্সন তৈরি হয়ে গেল।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 10:15 PM

Tata Nexon গাড়িটির 5 লাখ ইউনিট প্রোডাকশন ছুঁয়ে ফেলল। গত 11 এপ্রিল Tata Motors-এর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। সাব 4 মিটারের SUV সেগমেন্টের এই গাড়িটি লঞ্চ করা হয়েছিল 2017 সালে। তারপর থেকেই গাড়িটি কেবলই জনপ্রিয়তার শিখরে উঠেছে। গাড়িটির ড্রাইভট্রেন থেকে শুরু করে যাত্রীদের বসার জন্য বিরাট স্পেস মানুষের মন জিতে নিয়েছে। পথচলা শুরু করার সময় থেকে এখন এই 5 লাখ ইউনিট প্রোডাকশন ছুঁয়ে ফেলা ইস্তক গাড়িটির ছয় বছরের সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Nexon 1.0 লঞ্চ করেছিল 2017 সালে

2017 সালে টাটা মোটরস প্রথম প্রজন্মের নেক্সন গাড়িটি লঞ্চ করেছিল। 2014 সালের অটো এক্সপো শীর্ষক ইভেন্টে কনসেপ্ট ভেহিকলটি প্রথম শোকেস করা হয়েছিল। প্রথমে মোট সাতটি ভ্যারিয়েন্ট এবং দুটি ইঞ্জিন অপশনে অফার করা হচ্ছিল গাড়িটি। প্রথম মডেলটিতে দেওয়া হয়েছিল 3 সিলিন্ডার রিভোট্রন পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছিল, যার আউটপুট 109 hp এবং টর্ক 170 Nm। বেশ বড় 1.5 লিটার, ফোর-সিলিন্ডার, ডিজ়েল রেভোটর্ক ইঞ্জিনটি 109 hp প্রোডিউস করে এবং তার টর্ক 260 Nm। ছয় স্পিডের ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনও দেওয়া হয়েছে গাড়িটিতে। পরবর্তীতে এই গাড়িতে সানরুফও দেওয়া হয়।

Nexon 2.0 লঞ্চ করে 2020 সালে

দুই বছর ধরে অত্যন্ত সাফল্যের সঙ্গে দেশের রাস্তায় ছোটার পরে Tata Motors তার Nexon SUV-র দ্বিতীয় প্রজন্মটি লঞ্চ করে। সেই মডেলের এক্সটিরিয়ার এবং ইন্টিরিয়ার নতুন করে ডিজ়াইন করা হয়। নতুন হেডল্যাম্প এবং টেইলল্যাম্পগুলিতে সামান্য কিছু পরিবর্তন করা হয়। স্লিভেও বেশ কিছুটা পরিবর্তন করা হয়। টাটা মোটরস যখন তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে যায়, প্রথম মডেল হিসেবে বেছে নেয় Nexon-কেই।

Nexon EV আসে 2020 সালে

2020 সালের প্রথম দিকে অটোমেকারটি Nexon EV-র দাম ঘোষণা করে, যা শুরু হচ্ছিল সেই সময় 14.99 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। Nexon EV-তে রয়েছে 30.2 kWh ব্যাটারি প্যাক। গাড়িটির রেঞ্জ 300 কিলোমিটার। ধীরে ধীরে হলেও দেশের এক সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক ভেহিকল হয়ে ওঠে টাটা নেক্সন।

Nexon EV Max লঞ্চ করে 2022 সালে

Nexon EV মালিকদর কাছ থেকে ব্যাপক ভাবে সাড়া পাওয়ার পর 2022 সালে Tata Motors এই ইলেকট্রিক ভেহিকলের আর একটি নতুন মডেল লঞ্চ করে, যার নাম Nexon EV Max। যে কাস্টমাররা আর একটু বেশি রেঞ্জ চাইছিলেন, তাঁদের জন্যই এই মডেলটি নিয়ে আসা হয়। EV Max গাড়িতে রয়েছে বেশ বড় 40.5 kWh ব্যাটারি প্যাক, যা ARAI সার্টিফায়েড এবং রেঞ্জ 453 কিলোমিটার।

স্পেশ্যাল এডিশন

ছয় বছরের সফরে Nexon গাড়িটির একাধিক স্পেশ্যাল অবতারও লঞ্চ করা হয়। সেগুলি হল ডার্ক এডিশন, কাজিরাঙা এডিশন এবং জেট এডিশন। কাস্টমারদের আগ্রহ আরও বাড়াতে পরবর্তীতে সংস্থাটি আরও স্পেশ্যাল এডিশন নিয়ে আসবে বলে জানিয়েছে।