Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Vida V1 ই-স্কুটারের টেস্ট রাইড শুরু হতে চলেছে এই এক্সপিরিয়েন্স সেন্টার থেকে

Hero Vida ইলেকট্রিক স্কুটারগুলি জনসাধারণের জন্য উপলব্ধ করতে প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার খুল কোম্পানি। বেঙ্গালুরুর সেই অভিজ্ঞতা কেন্দ্র থেকেই Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড নিতে সক্ষম হবেন উপভোক্তারা।

Hero Vida V1 ই-স্কুটারের টেস্ট রাইড শুরু হতে চলেছে এই এক্সপিরিয়েন্স সেন্টার থেকে
বেঙ্গালুরুর সেই হিরো ভিদা এক্সপিরিয়েন্স সেন্টার।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 2:03 PM

Vida V1 E-Scooter Test Ride: Hero তার ইলেকট্রিক স্কুটারের জন্য নতুন ব্র্যান্ডের জন্ম দিয়েছে। সেই Vida ব্র্যান্ডিংয়ে সংস্থা তার প্রথম ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করেছে। এবার সেই Hero Vida ইলেকট্রিক স্কুটারগুলি জনসাধারণের জন্য উপলব্ধ করতে প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার খুল কোম্পানি। এখান থেকেই Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড নিতে সক্ষম হবেন উপভোক্তারা।

সংস্থার তরফে জানানো হয়েছে, ব্র্যান্ডের টেক-ফার্স্ট পদ্ধতিকে শক্তিশালী করে, উদ্ভাবনী এবং উত্তেজনাপূর্ণ এক্সপিরিয়েন্স সেন্টার গ্রাহকদের একটি নিমজ্জিত এবং সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে।

হিরো ভিদা ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের প্রথম এক্সপিরিয়েন্স সেন্টারটি খোলা হয়েছে বেঙ্গালুরুতে। শহরের ভিত্তল মালিয়া রোডে অবস্থিত এই এক্সপিরিয়েন্স সেন্টার। এখানে কাস্টমাররা ব্র্যান্ডের সঙ্গে আরও পরিচিত হতে পারবেন। পাশাপাশি ব্র্যান্ডের নানাবিধ প্রডাক্ট সম্পর্কেও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এ বিষয়ে ব্র্যান্ডের তরফে বলা হচ্ছে, VIDA-র ‘চিন্তামুক্ত ইভি ইকোসিস্টেম’ এর সঙ্গে নিমজ্জিত হতে পারবেন কাস্টমাররা।

8500 স্কোয়্যার ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ওয়ার্ল্ড-ক্লাস এক্সপিরিয়েন্স সেন্টারটি আপাতত শুধু Vida V1 ইলেকট্রিক স্কুটার ডিসপ্লে করবে। পাশাপাশি এখানে থাকছে চার্জিং স্টেশন এবং একটি ইন্টার‌্যাক্টিভ দেওয়াল যেখানে ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি এবং প্রডাক্ট কনফিগারেশনকে কাস্টমাদের Vida V1 সম্পর্কে ভিজ়ুয়ালাইজ় করতে সাহায্য করবে।

একটি অভ্যন্তরীণ কফি বার এবং লাইব্রেরি সহ আরামদায়ক, স্বজ্ঞাত এবং সামাজিক স্থান প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এই এক্সপিরিয়েন্স সেন্টার, যেখানে VIDA-র পণ্যগুলির উদ্দেশ্য সম্পর্কে গ্রাহকদের কথোপকথনে অনুপ্রাণিত করবে এবং সহযোগীদের আমন্ত্রণও জানাবে।

2022 সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে VIDA V1 ইলেকট্রিক স্কুটারটি গ্রাহকদের কাছে ডেলিভার করা হবে। জয়পুর ও দিল্লিতে সংস্থার পরবর্তী এক্সপিরিয়েন্স সেন্টারটি খোলা হবে।