কার্তিকেই ‘চৈত্র সেল’-এর আমেজ, অনলাইনে আসছে ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’
আপাত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সেল জনপ্রিয় হলেও ভারতে বসেও আপনি উপভোগ করতে পারেন এই মহা ধামাকা। কী করে? জেনে নিন বিস্তারিত...
TV9 বাংলা ডিজিটাল: চৈত্র আসতে এখনও ঢের দেরি। তার আগেই কার্তিকের হিমেল বাতাসে সেলের আমেজ। আসছে ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ (Black Friday 2020 Sales)। এই মাসেরই ২৭ তারিখ। আপাত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সেল জনপ্রিয় হলেও ভারতে বসেও আপনি উপভোগ করতে পারেন এই মহা ধামাকা। কী করে? জেনে নিন বিস্তারিত…
ব্ল্যাক ফ্রাইডে সেল কী? মার্কিন যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কস গিভিং ডে’-র পরের দিনটিকে প্রতি বার ব্ল্যাক ফ্রাইডে সেলের দিন হিসেবে বেছে নেওয়া হয়। থ্যাঙ্কস গিভিং ডে সাধারণত পালিত হয় ২৬ নভেম্বর। খাতায় কলমে নভেম্বরের ২৭ তারিখটি মেগা সেলের জন্য বেছে নেওয়া হলেও সপ্তাহান্ত এবং সোমবার পর্যন্তও কিছু কিছু ক্ষেত্রে অফার চলে।
View this post on Instagram
ভারতে থেকে কী করে এই অফার উপভোগ করা যাবে? অ্যামাজন- সহ বিভিন্ন অনলাইন রিটেলারসের পৃথিবীর প্রায় সর্বত্র অনলাইন শিপিংয়ের ব্যবস্থা আপনার জন্য ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’-এর দ্বার খুলে দিতে পারবে এক মুহূর্তেই। এ ছাড়াও থার্ড পার্টি শিপিং সার্ভিসের মধ্যে দিয়েও আপনি এই মেগা সেলে অংশ নিতে পারেন। গ্যাজেটের উপর পেতে পারেন বিশেষ ছাড়। তবে মাথায় রাখবেন আপনার শিপিং চার্জ যেন সেলের ছাড়কে ছাপিয়ে না চলে যায়। জামাকাপড় নয়, আমাদের সাজেশন, এই সেল থেকে আপনি কিনে ফেলুন ডিজিটাল জিনিসপত্র। যেমন, ওয়েব হোস্টিং, ডোমেন নেমস, ভিপিএন সার্ভিস ইত্যাদি।
View this post on Instagram
তবে অর্ডার দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে দেশ থেকে জিনিস আনাচ্ছেন এবং যেখানে তা পৌঁছচ্ছে সেখানে করোনাভাইরাস জনিত কোনও ট্রাভেল এবং কার্গো বিধিনিষেধ এখনও বহাল রয়েছে কিনা।
তবে আর দেরি কীসের? চৈত্রের আগেই পেয়ে যান সেলের স্বাদ। সঙ্ক্রমণেরও ভয় রইল না। অনলাইনেই পেয়ে গেলেন নিজের পছন্দের রকমারি জিনিস তা-ও আবার হাফ দামে।