আসছে ফ্লিপকার্টের ‘বিগ সেভিং ডেজ সেল’, স্যামসাং গ্যালাক্সি, আইফোনে থাকবে প্রচুর অফার
প্রাইম মেম্বারদের জন্য থাকছে বিশেষ সুবিধে
আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার শুরু হতে চলেছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল। মঙ্গলবার ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে অফার। দামি রেঞ্জের স্মার্টফোন যেমন অ্যাপেল এক্স-আর, রিয়েল মি ৬, স্যামসাং গ্যালাক্সি এফ-৪১ ও আরও অনেকে স্মার্টফোনের ক্ষেত্রে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও যাঁরা এসবিআই-এর কার্ডে জিনিস কিনবেন তাঁদের জন্য রয়েছে বিশেষ অফার। ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ফ্লিপকার্টের প্রাইম মেম্বাররা। এছাড়াও সেল শুরুর একদিন আগে অর্থাৎ ১৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অফার চালু হবে প্রাইম মেম্বারদের জন্য।
এই বিশেষ সেলের জন্য ফ্লিপকার্টে একটি স্পেশ্যাল পেজও তৈরি হয়েছে। দেখে নেওয়া যায় কী কী ফোন পাওয়া যাবে কত কম দামে-
রিয়েল মি ৬- এই ফোনের ক্ষেত্রে ৮ জিবি পর্যন্ত র্যাম হলে দাম ১২,৯৯৯। এরপর ৮ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ থাকলে ফোনের দাম হবে ১৬,৯৯৯। রিয়েল মি ৬-এর ৮ জিবি র্যাম থাকা ফোনের দাম ছিল ১৪,৯৯৯। অফারে সেটাই পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়।
রিয়েল মি ন্যারজো ২০ প্রো- এর আসল দাম ১৪,৯৯৯ টাকা। তবে অফারে এই ফোন পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়।
রিয়েল মি ৬আই- এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের অফারে এই ফোন পাওয়া যাবে ১১,৯৯৯ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এফ-৪১- ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজের এই ফোনের দাম অফারে হবে ১৫,৪০০০। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে আরও ১০০০ টাকা ছাড় পাবেন।
আই ফোন এক্স-আর- এই ফোন ৩৮,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে ফ্লিপকার্টের অফারে। প্রতি মাসে ৬৫০০ টাকার ইএমআই অপশনও থাকবে। প্রিমিয়াম ফোনগুলির দাম ৪৪,৯০০ টাকা (৬৪জিবি ভ্যারিয়েন্ট) এবং ৪৯,৯০০ টাকা (১২৮ জিবি ভ্যারিয়েন্ট)। এই দাম অবশ্য ফ্লিপকার্টের সেলের বাইরের দাম।
ওপ্পো রেনো ২এফ- এই ফোনের এমনিতে দাম ২৪,৯০০। তবে (৬ জিবি+ ২৫৬ জিবি) স্টোরেজের এই ফোনের অফারে দাম হবে ১৫,৯৯০ টাকা।
ওপ্পো এফ১৫- এই ফোনের আসল দাম ১৯,৬৭৪ টাকা। তবে (৪ জিবি+১২৮ জিবি) স্টোরেজের এই ফোনের অফারে দাম ১৪,৯৯০ টাকা।
আইফোন এস-ই- ৬৪ জিবি কনফিগারেশনের এই ফোনের বর্তমান দাম ৩৫,৯০০ টাকা। ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম হবে ৩২,৯৯৯ টাকা।
এলজি জি৮এক্স থিনকিউ- এই ফোনের বর্তমান দাম ৩৩,৪৮০ টাকা। তবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের এই ফোনের অফারে দাম হবে ২৭,৯৯০ টাকা।