Pokemon Sleep: এবার ঘুমের ঘোরেও আপনি Pokemon খেলতে পারবেন, আসছে তার ‘ঘুমন্ত’ ভার্সন

Pokemon Sleep Game: এবার আপনি ঘুমিয়ে ঘুমিয়েও পোকেমন গেমটি খেলতে পারবেন। আসছে নতুন পোকেমন স্লিপ গেম, যা আপনার তন্দ্রাচ্ছন্ন ভাবেও খেলা যেতে পারে। তার থেকেও বড় কথা এই গেমটি আসলে স্লিপ ট্র্যাকার হিসেবে কাজ করবে।

Pokemon Sleep: এবার ঘুমের ঘোরেও আপনি Pokemon খেলতে পারবেন, আসছে তার 'ঘুমন্ত' ভার্সন
হ্যাঁ, আপনি এবার ঘুমন্ত অবস্থাতেও Pokemon Go খেলতে পারবেন!!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 12:40 AM

Pokemon গেম খেলতে ভালবাসেন? এই গেমের ভিতরে এতটাই বুঁদ থাকেন যে, ঘুমের ঘোরেও তার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য একটি খুশির খবর রয়েছে। Nintendo Games-এর জনপ্রিয় Pokemon Go গেমটি এবার এক অন্যরূপে হাজির হতে চলেছে। ডেভেলপার সংস্থাটি এবার Pokemon Sleep নামক একটি গেম নিয়ে আসছে, যা আপনার তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেও গেম খেলতে এবং জিততে সাহায্য করবে। এতদিন পর্যন্ত আপনি পোকেমন গো খেলে আসছেন, তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে এই পোকেমন স্লিপ। এই গেমে অগ্রগতির জন্য আপনাকে ঘণ্টার পর ঘণ্টা গ্রিন্ড করতে হবে না, বাইরে ঘোরাঘুরি করতে হবে না, এমনকি নতুন জায়গা খোঁজা বা কোনও নির্দিষ্ট স্কিলও দেখাতে হবে না। আপনি ঘুমিয়ে-ঘুমিয়েও গেমটি খেলতে পারবেন। তার বদলে আপনি যত ঘণ্টা ঘুমোন, তাই পেয়ে যাবেন Pokemon Sleep-এর রিওয়ার্ডস হিসেবে। গেমের ফার্স্ট লুক এর মধ্যেই বেরিয়ে গিয়েছে। চলুন তা একবার দেখে নেওয়া যাক।

সংবাদমাধ্যম দ্য ভার্জের একটি রিপোর্ট অনুযায়ী, এই গেমটি প্রথম 2019 সালে ঘোষিত হয়। কিন্তু তারপর থেকে 2023 সাল পর্যন্ত Pokemon Sleep নিয়ে গেমের ডেভেলপার সংস্থার তরফে আর কোনও সাড়াশব্দ মেলেনি। গত 27 ফেব্রুয়ারি কোম্পানি একটি লাইভস্ট্রিম করে সেখানে গেমের ট্রেলারটি দেখায়। ট্রেলারে দেখা গিয়েছে, আসল গেমপ্লের সঙ্গে তাল মিলিয়ে Pokemon Sleep গেমারদের একটু রিয়্যাল লাইফ গেম অভিজ্ঞতা দিতে চলেছে।

Pokemon Sleep: বিরল পোকেমন ধরার জন্য দরকার একটু ঘুম

এই গেমটি আসলে একটি স্লিপ-ট্র্যাকার, যেখানে আপনি ঘুমিয়েই ইন্টার‌্যাক্ট করতে পারবেন। মোট তিনটি ক্যাটেগরিতে আপনার ঘুমনোর সময় বিভক্ত করা রয়েছে গেমটিতে- ডজ়িং, স্নুজ়িং এবং স্লামবারিং। এগুলির মধ্যে যে ক্যাটেগরি আপনি আনলক করতে পারবেন, তার উপরেই নির্ধারিত হবে কোন ধরনের পোকেমন আপনাকে আকর্ষণ করবে।

গেমটি আপনাকে একটি ছোট্ট আইল্যান্ডে নিয়ে যাবে, যেখানে স্নোরল্যাক্সের (Snorlax) বসতি। প্রফেসর নেরোলি এই আইল্যান্ডে পোকেমন স্লিপ নিয়ে রিসার্চ করছেন। আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, তখন আপনাকে ক্লক ইন করতে হবে এবং যখন ঘুম থেকে উঠবেন সেই সময়ের অ্যালার্ম সেট করে রাখতে হবে। এই অ্যাপ আপনার স্লিপ ট্র্যাক করবে। এবং কত ঘণ্টা আপনি বিশ্রাম নিলেন, তার উপরে নির্ভর করবে আপনার দ্বারা কতজন পোকেমন আকর্ষিত হয় সেই বিষয়টি। এর পাশাপাশি গেমটিতে পোকেমনদের জন্য নির্দিষ্ট কিছু ঘুমের স্টাইল রয়েছে, যার মাধ্যমে আপনি শাইনি পোকেমনের (Shiny Pokemon) মতো বিরলতম পোকেমন ধরতে পারবেন।

Pokemon Sleep-এর ট্রেলার লঞ্চ করার পাশাপাশি কোম্পানি Pokemon Go Plus-ও নিয়ে হাজির হয়েছে। এটি আসলে Pokemon Go-র একটি কম্প্যানিয়ন ডিভাইস, যা পোকেমন স্লিপের জন্যও স্লিপ ট্র্যাকার হিসেবে কাজ করে। তবে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এই গেম খেলার জন্য গেমারদের এখনই ডিভাইসটির প্রয়োজন হবে না। কেবল অ্যাপ থাকলেই গেমটি খেলা যাবে বলে জানিয়েছে সংস্থা।

তবে Pokemon Sleep কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময় iOS এবং Android-এর জন্য গেমটি লঞ্চ করা হবে।