ক্রিসমাস থিমের স্টিকার আনল হোয়াটসঅ্যাপ, কীভাবে পাঠাবেন আপনার প্রিয়জনকে?

ক্রিসমাস থিমের স্টিকার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ।

ক্রিসমাস থিমের স্টিকার আনল হোয়াটসঅ্যাপ, কীভাবে পাঠাবেন আপনার প্রিয়জনকে?
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এর মধ্যে ক্রিসমাস ইভের শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 1:38 PM

রাত পেরোলেই ক্রিসমাস। ইতিমধ্যেই সেজে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। তবে করোনার দাপটে এবার উৎসবের আমেজে ভাটা পড়েছে। এমনকি কোনও কোনও দেশে নতুন করে লকডাউন চালু হয়েছে। সংক্রমণ রুখতে গিয়েছে কমেছে যীশুর জন্মদিন পালনের জৌলুস।

তবে চলতি বছর উৎসব-পার্বণের বেশিরভাগটাই ভার্চুয়াল মাধ্যমে পালন করেছেন সাধারণ মানুষ। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের সঙ্গে সঙ্গে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার জন্য সেভাবে বাইরে বেরিয়ে ফেস্টিভ্যালে সামিল হতে দেখা যায়নি আমজনতাকে।

কিন্তু উৎসাহ কমেনি একটুও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এর মধ্যে ক্রিসমাস ইভের শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ক্রিসমাসে উইশ করার জন্যও মুখিয়ে রয়েছেন তাঁরা। আর তাই সকলের মুখে হাসি ফোটাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার। ক্রিসমাস থিমের স্টিকার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ।

কীভাবে ডাউনলোড করবেন সেই সব স্টিকার-

১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার কন্ট্যাক্ট নম্বর সিলেক্ট করে নিন।

২। এবার ইমোজি অপশনে গিয়ে স্টিকার ট্যাব খুলতে হবে। সেখানে একটি ‘+’ চিহ্ন দেওয়া অপশন থাকবে। স্টিকার ট্যাবের উপরের দিকে ডানকোণে এই অপশন থাকবে।

৩। এই ‘+’ অপশনে ক্লিক করলেই পছন্দসই স্টিকার দেখতে পাবেন আপনি। আরও কিছু স্টিকার দেখতে চাইলে ‘গেট মোর স্টিকার’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলে নতুন লিস্ট খুলে যাবে।

৪। এইসব স্টিকার ডাউনলোড করতে হলে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে ‘ক্রিসমাস হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ’ পাবেন আপনি। ‘গেট মোর স্টিকার’ অপশনে ক্লিক করলেই গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন স্টিকার অ্যাপ খুলে যাবে আপনার সামনে। এবার বেছে নেওয়ার পালা।

নিজের ফোনে বানিয়ে নিতে পারেন ক্রিসমাস স্পেশ্যাল স্টিকার। এর জন্য-

১। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে কোনও স্টিকার মেকিং অ্যাপ ডাউনলোড করতে হবে।

২। এরপর গুগল বা ব্রাউজারে সার্চ করে ক্রিসমাসের পছন্দসই ছবি ডাউনলোড করুন।

৩। এরপর স্টিকার মেকিং অ্যাপ খুলে ‘ক্রিয়েট নিউ স্টিকার প্যাক’ পাবেন। সেটাই ক্লিক করে স্টিকার প্যাকের একটা নাম দিতে হবে। তারপরই আপনি বানিয়ে নিতে পারবেন পছন্দের ক্রিসমাস স্পেশ্যাল স্টিকার। এখানেও একটি ‘+’ বটন থাকবে। সেখানে ক্লিক করে ডাউনলোড করা ক্রিসমাসের ছবি অ্যাড করে স্টিকার বানাতে পারবেন ইউজাররা।

৪। ‘পাবলিশ স্টিকার প্যাক’ অপশনে ক্লিক করলে আপনার বানানো এইসব স্টিকার হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে।