WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে দেখুন এভাবে…

WiFi Tips: আপনার যখনই মনে হবে ওয়াইফাইয়ে কোনও রকম সমস্যা দেখা দিচ্ছে, তখনই সতর্ক হয়ে যান। এবার আপনার মনে হতেই পারে, আপনি বুঝবেন কীভাবে আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে কি না। এর সমাধানও দেওয়া হবে। আপনাকে এমন কিছু উপায় বলা হবে, যাতে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ওয়াইফাইয়ে কেন সমস্যা হচ্ছে।

WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে দেখুন এভাবে...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:04 PM

বাড়ির ওয়াইফাইয়ে অনেকদিন ধরে সমস্যা হচ্ছে? অপারেটরকে জানিয়েও কোনও কাজ হচ্ছে না? যখনই একসঙ্গে অনেক কিছু ডাউনলোড করছেন, তখনই স্পিড ধীরে হয়ে যাচ্ছে। এমন সমস্যায় বর্তমানে অনেককেই পড়তে হচ্ছে। তবে কি ওয়াইফাই হ্যাক হয়েছে? অথবা এমনও হতে পারে, আপনার ওয়াইফাই অন্যকেউ ব্যবহার করছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আর তাই কাজের সময় দেখছেন, ধীরে কাজ হচ্ছে। তাই আপনার যখনই মনে হবে ওয়াইফাইয়ে কোনও রকম সমস্যা দেখা দিচ্ছে, তখনই সতর্ক হয়ে যান। এবার আপনার মনে হতেই পারে, আপনি বুঝবেন কীভাবে আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে কি না। এর সমাধানও দেওয়া হবে। আপনাকে এমন কিছু উপায় বলা হবে, যাতে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ওয়াইফাইয়ে কেন সমস্যা হচ্ছে।

কতগুলি ডিভাইস কানেক্ট করা আছে, তা দেখুন:

একটি ওয়াইফাই রাউটার হোক বা আপনার ফোনের হটস্পট, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কতগুলি এবং কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে, প্রথমে তা খুঁজে বের করা প্রয়োজন।আাপনার মনে হতে পারে তা ঝামেলার কাজ। কিন্তু একাবারেই তা নয়। আপনি সহজেই ওয়াইফাই রাউটার বা ফোনের ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করা অন্য ডিভাইসকে সরিয়ে ফেলতে পারেন।

এর জন্য আপনাকে প্রথমে আপনার ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে, আপনি যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন, তাতে এটি সহজেই চেক করতে পারবেন।

সিরোটেক, এক্সাইটেল, আইবল ব্যাটন, এয়ারটেল রাউটার, বিএসএনএল, জিও, ডি-লিঙ্ক, টিপি-লিঙ্ক ইত্যাদি রাউটার সেই তালিকায় রয়েছে। রাউটারে লগইন করতে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এছাড়া হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।

Wi-Fi-এর সঙ্গে কানেক্ট করা ডিভাইসগুলি খুঁজে বের করতে, Chrome ব্রাউজারে আপনার রাউটারের IP ঠিকানাটি খুলুন এবং লগইন করুন।

এরপরে আপনি দেখে নিতে পারবেন যে, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কতগুলি ডিভাইস কানেক্ট হয়ে আছে। এবার আপনি যে যে ডিভাইসগুলিকে ডিসকানেক্ট করতে চান, সেগুলিকে সেখান থেকে সরিয়ে দিতে পারেন।