Android ফোনে যে কোনও ছবি থেকে টেক্সট কীভাবে কপি করবেন?

How To Copy Text From Photo: ছবির টেক্সট কপি করার কাজটা খুবই সহজ। অ্যান্ড্রয়েড ফোনে 'কপি টেক্সট ফ্রম ফটোজ়' নামে একটি বিশেষ ফিচারও থাকে। অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না। এই ফিচারের সাহায্যে অনায়াসে কোনও বই বা কাগজের ছবি তুলে তার টেক্সটই একটা ডকুমেন্টে পেস্ট করা যায়। ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকে কাজটি সম্ভব।

Android ফোনে যে কোনও ছবি থেকে টেক্সট কীভাবে কপি করবেন?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 8:45 AM

মোবাইল মানে আজ আর তা থেকে শুধুই কল করা নয়। তার চেয়ে বেশি আরও অনেক কিছু। মোবাইল এখন স্মার্ট হয়ে স্মার্টফোন হয়েছে। আর স্মার্টফোন খোলা মানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির হাজার-একটা নোটিফিকেশন। সোশ্যাল মিডিয়া মানেই অগুনতি ছবি। ভাল-খারাপের ভিড়ে লুকিয়ে থাকা অনেক ছবিতেই থাকে মনপসন্দ কিছু টেক্সট। কিন্তু সেই ছবির টেক্সট কপি করাটা অনেকের কাছেই কার্যত দুষ্কর।

বলে রাখি, ছবির টেক্সট কপি করার কাজটা খুবই সহজ। অ্যান্ড্রয়েড ফোনে ‘কপি টেক্সট ফ্রম ফটোজ়’ নামে একটি বিশেষ ফিচারও থাকে। অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না। এই ফিচারের সাহায্যে অনায়াসে কোনও বই বা কাগজের ছবি তুলে তার টেক্সটই একটা ডকুমেন্টে পেস্ট করা যায়। ক্যামেরা অ্যাপের ক্যামেরা রোল থেকে কাজটি সম্ভব। এছাড়াও গুগল লেন্সের সাহায্যে কোনও ছবির টেক্সট অ্যান্ড্রয়েড ফোনে কপি করা যায়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু পদ্ধতি।

ফোনের গ্যালারির ছবি থেকে টেক্সট কপির পদ্ধতি

* প্রথমেই আপনার ফোনের গ্যালারি খুলতে হবে। একটি ছবি সিলেক্ট করতে হবে, যার টেক্সট আপনি কপি করতে চান।

* এবারে লেন্স আইকনে ট্যাপ করুন। লেন্স আইকন আপনাকে গুগল লেন্সে নিয়ে যাবে।

* এখানেই টেক্সট অপশনে ট্যাপ করতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন সেই অংশটা, যেটা আপনি কপি করতে চান।

* এবার কপি টেক্সট অপশনে ক্লিক করুন, তাহলেই আপনার ক্লিপবোর্ডে টেক্সট কপি হয়ে যাবে।

* এখন আপনার ফোনের গ্যালারিতে যদি ইন-বিল্ট লেন্স না থাকে, তাহলে গুগল ফটোজ় অ্যাপ থেকে টেক্সট কপি করতে পারবেন।

গুগল ফটোজ়ে কোনও ছবির টেক্সট কীভাবে কপি করবেন

* প্রথমেই গুগল ফটোজ় অপশনটি খুলুন।

* যে ছবির টেক্সট কপি করতে চান, সেটি সিলেক্ট করুন।

* স্ক্রিনের ঠিক নিচেই দেখতে পাবেন লেন্স অপশন, সেখানে ট্যাপ করুন।

* টেক্সট অপশনে ট্যাপ করুন। এবার যে টেক্সট আপনি কপি করতে চান, সেটি সিলেক্ট করুন।

* কপি টেক্সট করলেই আপনার কাজ হয়ে যাবে।