আপনার Gmail অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে গুগল, এই ভুল করলে শুধরে নিন এখনই

Gmail Account: আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত 2 বছর ধরে আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কীভাবে? জেনে নেওয়া যাক।

আপনার Gmail অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে গুগল, এই ভুল করলে শুধরে নিন এখনই
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 3:08 PM

গুগল (Google) সম্প্রতি লক্ষ লক্ষ জিমেইল ব্যবহারকারীকে একটি ইমেল পাঠিয়েছে। সেই মেলে কোম্পানি জানিয়েছে, যে সব ব্যবহারকারী গত দুই বছর ধরে জিমেইলে (Gmail) সক্রিয় ছিলেন না, তাদের সেই অ্যাকাউন্ট 1 ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে। জিমেইলের তরফ থেকে এমন মেল আসার পরে লাখ লাখ ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই জানেন না, জিমেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করা যায়। আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে, সেই অন্যান্য পরিষেবাগুলিও ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, Google আপনাকে ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেবে, যাতে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখতে পারবেন।

আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত 2 বছর ধরে আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কীভাবে? জেনে নেওয়া যাক।

  • প্রথমেই আপনাকে জিমেল খুলতে হবে। তারপরে ইমেল পড়ুন বা পাঠান।
  • গুগল ড্রাইভ ব্যবহার করুন।
  • ইউটিউব ভিডিয়ো দেখুন বা শেয়ার করুন।
  • প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনও কিছু সার্চ করে নিন।
  • যেকোনও তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে Google অ্যাকাউন্ট ব্যবহার করে।
  • এসব করলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না।

আপনি যদি আপনার Google অ্যাকাউন্ট থেকে কোনও প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেগুলিও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন, তবে তা কোনওভাবে মুছে ফেলবে না কোম্পানি।