বর্ষায় AC একদিন বন্ধ – একদিন চালু, Cooling ঠিক ভাবে না হলে খেয়াল রাখুন এই 5 বিষয়

AC Maintenance Tips: একটা এয়ার কন্ডিশনার সঠিক কুলিং না করার পিছনে একাধিক কারণ থাকতে পারে। মেইন্টেন্যান্সের দরকার না-ও হতে পারে। তার জন্য আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলিই একবার দেখে নিন।

বর্ষায় AC একদিন বন্ধ - একদিন চালু, Cooling ঠিক ভাবে না হলে খেয়াল রাখুন এই 5 বিষয়
এসি থেকে বেশি ঠান্ডা পেতে যা করণীয়...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 4:19 PM

AC Cooling Tips: বঙ্গে বর্ষা এসেছে যথাসময়ে। বৃষ্টি হচ্ছে বেশ ভালই। আর যখন বৃষ্টি হচ্ছে, তখন বেশ ঠান্ডা আবহাওয়া। Air Conditioner-এর প্রয়োজন হচ্ছে না আপনার। কিন্তু তা বলে তো এই গরমে রোজ বৃষ্টি হবে না। যখন বৃষ্টি হবে না, তখন ভ্যাপসা গরমে আপনি ছটফট করবেন। ঠিক তখনই আবার দরকার হবে AC-র। সে সময় আপনি এসি চালাতে গিয়ে দেখতে পারেন, সেটা হয়তো আগের মতো ঠিক করে আপনার ঘর ঠান্ডা করতে পারছে না। তার মানে কিন্তু এই নয় যে, AC-র সঠিক এবং যথাযথ রক্ষণাবেক্ষণ ছিল না। একটা এয়ার কন্ডিশনার সঠিক কুলিং না করার পিছনে একাধিক কারণ থাকতে পারে। মেইন্টেন্যান্সের দরকার না-ও হতে পারে। তার জন্য আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলিই একবার দেখে নিন।

1) সঠিক তাপমাত্রা সেট করুন

বাড়িতে এয়ার কন্ডিশনার থেকে মুহূর্তে কনকনে ঠান্ডা হাওয়া পেতে অনেকেই তাপমাত্রা অনেকটাই নিচে সেট করে রাখেন, যা AC-র জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনার AC-র তাপমাত্রা সবসময় 24-26 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। তাতে ঘরও যেমন ঠান্ডা হবে, ইলেকট্রিক বিলও নিয়ন্ত্রণে থাকবে, তেমনই আবার এসি মেশিনটাও ঠিক থাকবে। তার থেকেও বড় কথা, এই তাপমাত্রায় এসি চালানো আপনার শরীরের পক্ষেও ভাল।

2) ঘরের দরজা-জানলা বন্ধ কি না, নিশ্চিত করুন

এসি যাতে সর্বদা ভাল ভাবে কাজ করে, তার জন্য ঘরের দরজা ও জানলাগুলি বন্ধ রয়েছে কি না, সেই বিষয়টিও নিশ্চিত করুন। তাতে বাইরের গরম হাওয়া আপনার ঘরে যেমন প্রবেশ করবে না। তেমনই আবার AC-র স্বাস্থ্যও ভাল থাকবে।

3) AC-র সঙ্গে চালান পাখা

AC যাতে আপনার ঘর দ্রুত ঠান্ডা করতে পারে, তার জন্য এসির সঙ্গে পাখাটাও হাল্কা করে চালিয়ে দিন। তাপমাত্রা 24-26 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রেখেই তারপরে পাখা চালান। তাতে ঘরও দ্রুত ঠান্ডা হবে এবং সারাটা দিন ধরে এসিও চালিয়ে রাখতে হবে না।

4) AC-র ফিচারগুলি একবার চেক করুন

আপনার এয়ার কন্ডিশনার যদি ঠিক করে ঘর ঠান্ডা করতে না পারে, তাহলে নজর রাখুন AC-র অন্যান্য ফিচারগুলিতে। এসি জলদি ঠান্ডা করে এমন সব ফিচার যেমন, কন্ট্রোল প্যানেল এবং প্রোগ্রামেবল টাইমারেরও ব্যবহার ঠিকভাবে হচ্ছে কি না, তা-ও নজর রাখতে হবে আপনাকে।

5) AC-র দেখভাল করুন

যথাযথ ঠান্ডা হাওয়া এবং সর্বোপরি সঠিক কুলিং পেতে একটা AC সঠিক ভাবে পরিষ্কার করতে জানাটাও জরুরি। তার থেকেও বেশি জরুরি তার সঠিক রক্ষণাবেক্ষণ। এসির ফিল্টার সবসময় পরিষ্কার রাখুন, কুলিং কয়েল পরিষ্কার করুন এবং দরকার হলে সেই এসির সার্ভিসিংও যথাসময়ে করে নিন।