Laptop Tips: অল্প সময় চালালেই শেষ হয়ে যাচ্ছে ল্যাপটপের ব্যাটারি, এখনই কাজে লাগান এই ট্রিকস

Laptop Charging Tips: আপনার ল্যাপটপে কি সহজেই চার্জ ফুরিয়ে যাচ্ছে? তাহলে আপনার জন্য একটি উপায় আছে। আসলে কাজ করতে গিয়ে মানুষ এমন অনেক ভুল করে বসে, যার জন্য ল্যাপটপে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই ল্যাপটপ ব্যবহার করার সময় বিশেষ কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন।

Laptop Tips: অল্প সময় চালালেই শেষ হয়ে যাচ্ছে ল্যাপটপের ব্যাটারি, এখনই কাজে লাগান এই ট্রিকস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 12:45 PM

অফিসের কাজ হোক কিংবা অবসর সময়ে সিনেমা দেখা, গেম খেলা, আজকাল মানুষ বেশিরভাগ সময় ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন। আর সবচেয়ে বেশি সমস্য়া যেটা দেখতে পান, তা হল খুব অল্প সময়ের সময়ের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাওয়া। নতুন ল্যপটপে এমন সমস্যা না দেখা গেলেও, কয়েক বছরের পুরনো ল্যাপটপে এমনটা হয়ই। আপনার ল্যাপটপেও কি এই একই সমস্যা দেখা যাচ্ছে? তাহলে আপনার জন্য একটি উপায় আছে। আসলে কাজ করতে গিয়ে মানুষ এমন অনেক ভুল করে বসে, যার জন্য ল্যাপটপে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই ল্যাপটপ ব্যবহার করার সময় বিশেষ কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। এই টিপসগুলো মেনে চললে আপনার ল্যাপটপের ব্যাটারি অনেক দিন চলবে। এর জন্য আপনাকে আপনার ল্যাপটপের সেটিংসে সামান্য পরিবর্তন আনতে হবে।

কীভাবে ল্যাপটপের ব্যাটারি ভাল রাখবেন?

আপনি যদি আপনার ল্যাপটপটিকে অনেকক্ষণ চালাতে চান, অর্থাৎ একবার চার্জ দিয়ে অনেকক্ষণ কাজ করতে চান, তাহলে এই কাজগুলি করতে হবে। ল্যাপটপে ব্যাটারি বাঁচাতে পাওয়ার সেটিংসের অপশন রয়েছে। আপনার ল্যাপটপের ব্যাটারি কীভাবে কাজ করছে, তা আপনি এখানে জানতে পারবেন।

হাইবারনেট মোড ব্যবহার করুন:

ব্যাটারি বাঁচাতে আপনার হাইবারনেট মোড অন করে রাখা উচিত। অনেকেই এই মোড সম্পর্কে জানেন না। এটি এমন একটি মোড, যা আপনার ল্যাপটপের চার্জকে সহজে শেষ হতে দেয় না। যখনই আপনার কাছে কোনও নোটিফিকেশন আসবে যে, ল্যাপটপের চার্জ শেষ হয়ে এসেছে। তখনই আপনার উচিত এই মোডটি অন করে দেওয়া। এই অপশনটি আপনি ব্যাটারি সেটিংসে পেয়ে যাবেন।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন:

আপনি যদি আপনার ল্যাপটপের ব্যাটারি বাঁচাতে চান তবে আপনাকে ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলা সমস্ত অ্যাপ বন্ধ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলি প্রচুর ব্যাটারি খরচ করে। এটি বন্ধ করলে ব্যাটারি খরচ কমে যাবে এবং আপনার ল্যাপটপ দ্রুত ডিসচার্জ হবে না।